Dhaka ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আন্তঃবিভাগ ফুটবল খেলায় মারামারি, জবির দুই শিক্ষার্থী বহিষ্কার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • / ১০২৪ জন সংবাদটি পড়েছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগীয় ফুটবল খেলায় শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের (বাস) ক্ষতিগ্রস্তের ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াস উদ্দিন মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিউল ইসলাম সৈকত ও আবুল হাসনাত হৃদয়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রেজিস্ট্রার আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুরের ঘটনায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সে কারণে তাদেরকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় গত ১৮ নভেম্বর দুই বিভাগের শিক্ষার্থীদের পারস্পরিক হামলায় বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বাসের গ্লাস ভেঙে আর্থিক ক্ষতি সাধন করা এবং ভিডিও ফুটেজ দ্বারা প্রমাণিত হওয়ায় দুই শিক্ষার্থীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও গণিত বিভাগের মধ্যে ফুটবল খেলায় ইংরেজি বিভাগ জয়লাভ করার পর উত্তেজনা শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ২০ জন আহতসহ বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আন্তঃবিভাগ ফুটবল খেলায় মারামারি, জবির দুই শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশের সময় : ০৮:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগীয় ফুটবল খেলায় শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের (বাস) ক্ষতিগ্রস্তের ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াস উদ্দিন মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিউল ইসলাম সৈকত ও আবুল হাসনাত হৃদয়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রেজিস্ট্রার আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুরের ঘটনায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সে কারণে তাদেরকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় গত ১৮ নভেম্বর দুই বিভাগের শিক্ষার্থীদের পারস্পরিক হামলায় বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বাসের গ্লাস ভেঙে আর্থিক ক্ষতি সাধন করা এবং ভিডিও ফুটেজ দ্বারা প্রমাণিত হওয়ায় দুই শিক্ষার্থীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও গণিত বিভাগের মধ্যে ফুটবল খেলায় ইংরেজি বিভাগ জয়লাভ করার পর উত্তেজনা শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ২০ জন আহতসহ বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করা হয়।