Dhaka ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • / ১০২৪ জন সংবাদটি পড়েছেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে দুর্নীতি দমন আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আল-কাদির ট্রাস্ট মামলায় একাধিকবার শুনানিতে অনুপস্থিত থাকার কারণে আদালত এই সিদ্ধান্ত নেয়।

খবর অনুসারে, বিচারক জাভেদ রানা গ্রেফতারের নির্দেশ দিয়ে পুলিশের কাছে আদেশনামা পাঠিয়েছেন। বুশরা বিবিকে আগামী ২৬ নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে বলা হয়েছে। এছাড়া, তার জামিনদারকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিচারক নাসির জাভেদ রানা বলেছেন, বুশরা বিবি অন্তত আটটি শুনানিতে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে তোশাখানা মামলায় বুশরা বিবি প্রায় ৯ মাস রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ছিলেন। গত মাসে তিনি এই মামলা থেকে জামিন পান। তবে এবার আল-কাদির ট্রাস্ট মামলায় তার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া এই পরোয়ানা সংকট আরও গভীর করেছে।

বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় বুশরা বিবি ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থকদের রোববারের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান। একই ভিডিওতে তিনি দাবি করেন, ২০২২ সালে ইমরান খানের সরকারের পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। তার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে দেশে বিতর্ক সৃষ্টি হয়েছে।

আজ আদালতে ইমরান খানকেও হাজির করা হয়। বুশরা বিবির পক্ষ থেকে তার অসুস্থতার কারণ দেখিয়ে পরোয়ানা বাতিলের আবেদন জানানো হয়। প্রমাণ হিসেবে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের কাগজপত্র উপস্থাপন করা হয়। তবে জাতীয় দায়বদ্ধতা ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা এতে আপত্তি জানান। আদালত বুশরা বিবির গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন প্রত্যাখ্যান করে।

বুশরা বিবির বিরুদ্ধে এই পরোয়ানা ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের ওপর নতুন চাপ তৈরি করেছে। ইতোমধ্যে ইমরান খান কারাবন্দী এবং তার দল রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে। এ অবস্থায় সাবেক ফার্স্ট লেডির এই আইনি সংকট পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশের সময় : ০৭:৫১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে দুর্নীতি দমন আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আল-কাদির ট্রাস্ট মামলায় একাধিকবার শুনানিতে অনুপস্থিত থাকার কারণে আদালত এই সিদ্ধান্ত নেয়।

খবর অনুসারে, বিচারক জাভেদ রানা গ্রেফতারের নির্দেশ দিয়ে পুলিশের কাছে আদেশনামা পাঠিয়েছেন। বুশরা বিবিকে আগামী ২৬ নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে বলা হয়েছে। এছাড়া, তার জামিনদারকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিচারক নাসির জাভেদ রানা বলেছেন, বুশরা বিবি অন্তত আটটি শুনানিতে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে তোশাখানা মামলায় বুশরা বিবি প্রায় ৯ মাস রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ছিলেন। গত মাসে তিনি এই মামলা থেকে জামিন পান। তবে এবার আল-কাদির ট্রাস্ট মামলায় তার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া এই পরোয়ানা সংকট আরও গভীর করেছে।

বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় বুশরা বিবি ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থকদের রোববারের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান। একই ভিডিওতে তিনি দাবি করেন, ২০২২ সালে ইমরান খানের সরকারের পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। তার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে দেশে বিতর্ক সৃষ্টি হয়েছে।

আজ আদালতে ইমরান খানকেও হাজির করা হয়। বুশরা বিবির পক্ষ থেকে তার অসুস্থতার কারণ দেখিয়ে পরোয়ানা বাতিলের আবেদন জানানো হয়। প্রমাণ হিসেবে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের কাগজপত্র উপস্থাপন করা হয়। তবে জাতীয় দায়বদ্ধতা ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা এতে আপত্তি জানান। আদালত বুশরা বিবির গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন প্রত্যাখ্যান করে।

বুশরা বিবির বিরুদ্ধে এই পরোয়ানা ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের ওপর নতুন চাপ তৈরি করেছে। ইতোমধ্যে ইমরান খান কারাবন্দী এবং তার দল রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে। এ অবস্থায় সাবেক ফার্স্ট লেডির এই আইনি সংকট পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।