Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কী দোষ ছিল তানভীরের?

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / ১০২৯ জন সংবাদটি পড়েছেন

কী দোষ ছিল তানভীরের? কেন তাকে নৃশংসভাবে হত্যা করা হলো? এসব প্রশ্ন ফিরছে মুখে মুখে। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী ও তার স্বজনরা।

মঙ্গলবার রাত ৯টার দিকে রাজবাড়ী শহরের বিনোদপুর ৩ নং ওয়ার্ডে কলেজছাত্রতা নভীর শেখ (২০) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে একই গ্রামের বাবর আলী শেখের ছেলে। সে রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল বলে জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে ডিম কেনার জন্য তার দুই বন্ধুকে সাথে করে বাড়ি থেকে আনুমানিক দুশ গজ দূরে একটি দোকানে যায়। সেখানে ১০/১২ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল তাদের পথরোধ করে দাঁড়ায়। তানভীরের সঙ্গে থাকা দুজনকে অস্ত্রের মুখে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। এরপর তানভীরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তানভীরকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনশঙ্খলার যাতে অবনতি না হয় সেদিকে সতর্ক আছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কী দোষ ছিল তানভীরের?

প্রকাশের সময় : ০১:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

কী দোষ ছিল তানভীরের? কেন তাকে নৃশংসভাবে হত্যা করা হলো? এসব প্রশ্ন ফিরছে মুখে মুখে। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী ও তার স্বজনরা।

মঙ্গলবার রাত ৯টার দিকে রাজবাড়ী শহরের বিনোদপুর ৩ নং ওয়ার্ডে কলেজছাত্রতা নভীর শেখ (২০) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে একই গ্রামের বাবর আলী শেখের ছেলে। সে রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল বলে জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে ডিম কেনার জন্য তার দুই বন্ধুকে সাথে করে বাড়ি থেকে আনুমানিক দুশ গজ দূরে একটি দোকানে যায়। সেখানে ১০/১২ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল তাদের পথরোধ করে দাঁড়ায়। তানভীরের সঙ্গে থাকা দুজনকে অস্ত্রের মুখে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। এরপর তানভীরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তানভীরকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনশঙ্খলার যাতে অবনতি না হয় সেদিকে সতর্ক আছে পুলিশ।