সম্মোহন করে নারীর স্বর্ণালংকার ছিনতাই \ গ্রেপ্তার ১
- প্রকাশের সময় : ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ১০৩১ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী শহরের বিনোদপুর বাজার এলাকায় শামেলা বেগম নামে এক নারীকে সম্মোহন করে স্বর্ণালংকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ মেহেদী নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে নারায়ানগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে। ভুক্তভোগী শামেলা রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের হাসান সরদারের স্ত্রী।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, শামেলা বেগম(৪৪) শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী শহরের বিনোদপুর বড় বাজারের প্রধান সড়ক সংলগ্ন মা টাওয়ারের সামনে পৌছালে মেহেদী হাসান তার কাছে এসে বলে, সে ঢাকা থেকে এসেছে এবং ঢাকায় একটা কোম্পানীতে চাকরী করত। কিন্তু উক্ত কোম্পানী থেকে তাহাকে কোন বেতন না দেওয়ায় সে কোম্পানী থেকে ছেকারিন চুরি করিয়া নিয়ে এসেছে যাা অনেক দামী। মূল্য- ২,১০,০০০/- টাকা। তিনি রাজবাড়ীতে নতুন তাই ছেকারিন কোথায় বিক্রি করবে বুঝতে পারছি না। শামেলাকে ছেকারিন বিক্রয় করে দেওয়ার কথা বলে। টাকা যা হবে অর্ধেক সে নিবে আর অর্ধেক বাদীকে দিয়ে দিবে বলে বাজারের ব্যাগে থাকা ছেকারিন বাদীর ভেনিটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় এবং বাদীকে বলে, এত মূল্যবান জিনিস আপনার কাছে দিলাম এর বিনিময়ে আমাদেরকে কি দিবেন? শামেলা তাদের কথায় সম্মতি দিলে মেহেদীর সাথে থাকা রুবেল হোসেন (৩৭) ও রাসেল (২৪), বাদীর কানে থাকা আটআনা ওজনের স্বর্নের কানের দুল এবং গলায় থাকা দশআনা ওজনের স্বর্নের চেন, নিজে হাতে খুলে নেয়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে শামেলার কাছে এসে জিজ্ঞাসা করে এই তরুণদেরকে চিনে কিনা? শামেলা চিনে না বলিয়া জানালে ঘটনাস্থলে থাকা উপস্থিত লোকজন বিষয়টি বুঝতে পেরে মেহেদী হাসানকে ধরে ফেলে। অপর দুজন দৌড়ে পালিয়ে যায়। বাজারের ব্যাগ খুলিলে দেখতে পায়, এক প্যাকেট বেকারির বিস্কুট। উপস্থিত লোকজন রাজবাড়ী থানা পুলিশকে সংবাদ দিলে রাজবাড়ী থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে মেহেদীকে হেফাজেতে নেয়।
পরে মেহেদী হাসানের মা জানতে পারেন তার ছেলে থানায় আটক আছে। তিনি পলাতক দুই আসামির সাথে যোগাযোগ করে ছিনতাই হওয়া স্বর্ণালংকার থানায় জমা দেয়।