Dhaka ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে শিয়ালের কামড়ে নারী-শিশু সহ আহত ৯

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৬:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ১০২৬ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়ার্ডের মাষ্টার পাড়া ও ২নং ওয়ার্ডের নগর রায়ের পাড়া, ছোটভাকলা ও দেবগ্রাম ইউনিয়ন এলাকায় শিয়ালের কামড়ে একই পরিবারের এক শিশু ও নারী মিলে ৫ জন সহ মোট ৯জনকে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আহতরা হলেন গোয়ালন্দ পৌরসভার মাষ্টার পাড়ার মৃত কাঞ্চিরাম সূত্রধরের ছেলে সন্তোষ সূত্রধর (৫৮), পলাশ রায়ের স্ত্রী চপলা বিশ্বাস (৩০), হিরম্বয় কবিরাজের স্ত্রী নমিতা কবিরাজ (৪০), পলাশ কবিরাজের স্ত্রী দিপালী কবিরাজ (৪৫), সমেন বিশ্বাসের ছেলে কনক বিশ্বাস (৬)।

এর কিছুক্ষণ আগে পার্শ্ববর্তী এলাকা নগর রায়ের পাড়ার নিরোধ রায়ের ছেলে নয়ন রায় (২২), নগর রায়ের পাড়ার শ্রীধাম রায়ের ছেলে রতন রায় (৫২) দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া গ্রামের খবির শেখের ছেলে হোসাইন শেখ (১৬), ছোটভাকলা ইউনিয়নের বিলডাঙ্গা গ্রামের হারুন খাঁর স্ত্রী শারমিন (৩৫)। আহত  সন্তোষ সূত্রধর ও অন্যান্যরা জানান, পলাশের স্ত্রী দিপালী টিউবয়েলে হাত পা ধোয়ার সময় হঠাৎ শিয়াল এসে তাকে কামড়ে ধরে। তার চিৎকারে পরিবারের অন্যান্যরা এগিয়ে গেলে কয়কটি শিয়াল সবাইকে আক্রমণ করে।

এ সময় শিশু কনককে শিয়াল কামড়ে ধরে মুখে করে টেনে নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে কাঠের বাটাম দিয়ে ওই শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলা সম্ভব হয়। শিয়ালের কামড়ে আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। এই স্বাস্থ্য কমপ্লেক্সে শিয়ালে কামরানো প্রতিষেধক ইনজেকশন না থাকায় তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, খ্যাপা শিয়ালের কামড়ে আক্রান্ত হওয়া ওই লোকজনগুলোকে হাসপাতাল আনা হয়। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিয়ালে কামড়ানো রোগের  ইনজেকশন না থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাজবাড়ীতে পাঠিয়ে দেয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে শিয়ালের কামড়ে নারী-শিশু সহ আহত ৯

প্রকাশের সময় : ০৬:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

 রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়ার্ডের মাষ্টার পাড়া ও ২নং ওয়ার্ডের নগর রায়ের পাড়া, ছোটভাকলা ও দেবগ্রাম ইউনিয়ন এলাকায় শিয়ালের কামড়ে একই পরিবারের এক শিশু ও নারী মিলে ৫ জন সহ মোট ৯জনকে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আহতরা হলেন গোয়ালন্দ পৌরসভার মাষ্টার পাড়ার মৃত কাঞ্চিরাম সূত্রধরের ছেলে সন্তোষ সূত্রধর (৫৮), পলাশ রায়ের স্ত্রী চপলা বিশ্বাস (৩০), হিরম্বয় কবিরাজের স্ত্রী নমিতা কবিরাজ (৪০), পলাশ কবিরাজের স্ত্রী দিপালী কবিরাজ (৪৫), সমেন বিশ্বাসের ছেলে কনক বিশ্বাস (৬)।

এর কিছুক্ষণ আগে পার্শ্ববর্তী এলাকা নগর রায়ের পাড়ার নিরোধ রায়ের ছেলে নয়ন রায় (২২), নগর রায়ের পাড়ার শ্রীধাম রায়ের ছেলে রতন রায় (৫২) দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া গ্রামের খবির শেখের ছেলে হোসাইন শেখ (১৬), ছোটভাকলা ইউনিয়নের বিলডাঙ্গা গ্রামের হারুন খাঁর স্ত্রী শারমিন (৩৫)। আহত  সন্তোষ সূত্রধর ও অন্যান্যরা জানান, পলাশের স্ত্রী দিপালী টিউবয়েলে হাত পা ধোয়ার সময় হঠাৎ শিয়াল এসে তাকে কামড়ে ধরে। তার চিৎকারে পরিবারের অন্যান্যরা এগিয়ে গেলে কয়কটি শিয়াল সবাইকে আক্রমণ করে।

এ সময় শিশু কনককে শিয়াল কামড়ে ধরে মুখে করে টেনে নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে কাঠের বাটাম দিয়ে ওই শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলা সম্ভব হয়। শিয়ালের কামড়ে আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। এই স্বাস্থ্য কমপ্লেক্সে শিয়ালে কামরানো প্রতিষেধক ইনজেকশন না থাকায় তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, খ্যাপা শিয়ালের কামড়ে আক্রান্ত হওয়া ওই লোকজনগুলোকে হাসপাতাল আনা হয়। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিয়ালে কামড়ানো রোগের  ইনজেকশন না থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাজবাড়ীতে পাঠিয়ে দেয়া হয়েছে।