ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং
ইজিবাইক চালক হত্যারহস্য উদ্ঘাটন
- প্রকাশের সময় : ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ১০৩৫ জন সংবাদটি পড়েছেন
ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে ফরিদপুর কোতোয়ালি থানার চাঞ্চল্যকর ও লোমহর্ষ হত্যাকান্ডের মূল রহস্য ২৪ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ বিষয় উদঘাটনসহ আসামি গ্রেপ্তার ও আলামত উদ্ধার বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা এবং ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানানো হয়, গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখ কোতয়ালী থানার এসআই (নিঃ), ফাহিম ফয়সাল কিলো-১ পেট্রোল ডিউটি করার সময় কোতয়ালী থানাধীন কানাইপুরের এবলুম রেস্টুরেন্টের সামনে একটি ইজিবাইক এর গতিবিধি দেখে সন্দেহ হলে গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী মোঃ সোহেল মৃধা (৩৫) এবং মোঃ চান্দু শেখ (২২) এলোমেলো উত্তর দিলে যাচাই করার জন্য আসামী মোঃ সোহেল মৃধা (৩৫) এবং মোঃ চান্দু শেখ (২২) কে আটককৃত ইজিবাইকসহ থানায় নিয়ে আসা হয়। ইজিবাইক উদ্ধার এবং চোর আটকের খবর ছড়িয়ে পড়লে জনৈক মোশারফ বেপারী (৩৩) এর স্ত্রী মোসাঃ সুমাইয়া বেগম থানায় এসে জানায় যে, তার স্বামী গত ২৩ অক্টোবর ২০২৪ইং তারিখ সকালবেলা ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি এবং উদ্ধারকৃত ইজিবাইকটি দেখে তাহার স্বামীর বলে দাবী করেন।
পরবর্তীতে আটককৃত আসামীদ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হইলে একপর্যায়ে তারা স্বীকার করে, আসামী সোহেল এবং সাগর ২৩ অক্টোবর ২০২৪ বিকেল অনুমান ০৫ টার সময় কোতয়ালী থানাধীন জনতা ব্যাংকের মোড় হতে অজ্ঞাত একটি ইজিবাইক কানাইপুরে যাওয়ার কথা বলে ভাড়া করে। সেখান থেকে তারা কানাইপুর পার হয়ে ঝাউখোলা মসজিদের পাশে নিয়ে দাড়িয়ে-আসামী মোঃ সোহেল মৃধা (৩৫) ইজিবাইক থেকে নেমে আসামী মোঃ চান্দু শেখ (২২) এর বাড়ীতে চান্দুকে ডাকতে যায়। আসামী সাগর এবং ইজিবাইক ড্রাইভার দুইজন ইজিবাইকের ভিতরে বসে থাকে। ১৫ থেকে ২০ মিনিট পর আসামী সোহেল আসামী চান্দুকে নিয়ে ইজিবাইকে ফিরে এসে ইজিবাইক ড্রাইভারকে বলে যে, কোষা গোপালপুর বাজারের দিকে যেতে। কোষা গোপালপুর বাজারের দিকে যাওয়ার সময় ঝাউখোলা এবং কোষা গোপালপুর এলাকার মধ্যবর্তী নির্জন স্থানে আখ ক্ষেতের পাশে আসামী চান্দু ইজিবাইক ড্রাইভারকে দাড়াতে বলে। ড্রাইভার দাঁড়ানোর সাথে সাথে চান্দু ইজিবাইক ড্রাইভারকে ধাক্কা দিয়ে ইজিবাইক থেকে ফেলে দেয়। সাথে সাথে ইজিবাইক এর পিছন সিটে বসা আসামী সোহেল এবং সাগর ইজিবাইক থেকে নেমে ড্রাইভার এর গলা টিপে ধরে। একপর্যায়ে আসামী সোহেল তার হাতে থাকা কাঁচি দিয়ে তার বাম চোখে প্রচন্ড জোরে আঘাত করে। ইজিবাইক ড্রাইভারকে তিনজনে মিলে গলা টিপে শ্বাস রোধ করে তার মৃত্যু নিশ্চিত করে ধৃত আসামী ০৩ জন ইজিবাইকটি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
আসামী মোঃ সোহেল মৃথা (৩৫) এবং মোঃ চান্দু শেখ (২২) এর দেওয়া তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশের একটি চৌকস টিম আসামীদের সাথে নিয়ে আসামীদ্বয়ের দেখানো মতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কোষা গোপালপুরে রামকান্তপুর আখ ক্ষেতের মাঝখান থেকে ইজিবাইক ড্রাইভারের লাশ খুঁজে পায়। নিখোঁজ ইজিবাইক ড্রাইভার মোশারফ বেপারী (৩৩) এর চাচাতো ভাই আলীমুদ্দিন বেপারী (৪৪) উক্ত লাশ দেখে নিশ্চিত করে যে, এটি তার আপন চাচাতো ভাই নিখোঁজ মোশারফ বেপারী (৩৩) এর লাশ।