Dhaka ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ও এমপিও ভুক্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • / ১০৩৩ জন সংবাদটি পড়েছেন

 জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত এমপিও ভুক্ত কলেজে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সাড়ে ৩ হাজার অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে এবং শিক্ষা ভবনের সামনে শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশও অনুষ্ঠিত হয়।

সংগঠনের রাজবাড়ী জেলা কমিটির সভাপতি শাহ মুজতবা রশীদ আল কামালের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক কাওসার হামিদ, মো. সাইফুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বিগত ৩৫ বছর ধরে সারা দেশে সাড়ে তিন হাজার নন এমপিও অনার্স মাস্টার্স শিক্ষককে বেতন না দিয়ে এমপিওবিহীন করে চরম বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। বর্তমানে উচ্চ দ্রব্যমূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। জাতীয় বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেক সারা দেশের বেসরকারি কলেজ সমূহে নি¤œবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লক্ষ লক্ষ শিক্ষার্থী কৃতিত্বের সাথে বিভিন্ন বিষয়ে অনার্স মাস্টার্স পাশ করেছে। যেখানে তাদের অনেক অবদান রয়েছে। বিগত সরকারগুলো অনার্স মাস্টার্স শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত না করায় প্যাটার্ন বহিভর্‚ত শিক্ষক হিসেবে কাজ করছেন। কলেজ থেকে পূর্ণ স্কেলে বেতন দেওয়ার কথা থাকলেও কলেজ ভেদে দুই হাজার থেকে ১০ হাজার টাকার বেশি কখনই দেওয়া হয়না। তাদের পরিবার-পরিজনের কথা চিন্তা করে অনতিবিলম্বে যেন এমপিওভুক্ত করা হয়।

তারা আরও বলেন, গত ১৭ অক্টোবর ঢাকায় তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। এতে তাদের অনেক শিক্ষক আহত হয়েছেন। এর তীব্র নিন্দা জানানো হয় কর্মসূচিতে।

মানববন্ধন শেষে রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ও এমপিও ভুক্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

 জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত এমপিও ভুক্ত কলেজে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সাড়ে ৩ হাজার অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে এবং শিক্ষা ভবনের সামনে শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশও অনুষ্ঠিত হয়।

সংগঠনের রাজবাড়ী জেলা কমিটির সভাপতি শাহ মুজতবা রশীদ আল কামালের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক কাওসার হামিদ, মো. সাইফুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বিগত ৩৫ বছর ধরে সারা দেশে সাড়ে তিন হাজার নন এমপিও অনার্স মাস্টার্স শিক্ষককে বেতন না দিয়ে এমপিওবিহীন করে চরম বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। বর্তমানে উচ্চ দ্রব্যমূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। জাতীয় বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেক সারা দেশের বেসরকারি কলেজ সমূহে নি¤œবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লক্ষ লক্ষ শিক্ষার্থী কৃতিত্বের সাথে বিভিন্ন বিষয়ে অনার্স মাস্টার্স পাশ করেছে। যেখানে তাদের অনেক অবদান রয়েছে। বিগত সরকারগুলো অনার্স মাস্টার্স শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত না করায় প্যাটার্ন বহিভর্‚ত শিক্ষক হিসেবে কাজ করছেন। কলেজ থেকে পূর্ণ স্কেলে বেতন দেওয়ার কথা থাকলেও কলেজ ভেদে দুই হাজার থেকে ১০ হাজার টাকার বেশি কখনই দেওয়া হয়না। তাদের পরিবার-পরিজনের কথা চিন্তা করে অনতিবিলম্বে যেন এমপিওভুক্ত করা হয়।

তারা আরও বলেন, গত ১৭ অক্টোবর ঢাকায় তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। এতে তাদের অনেক শিক্ষক আহত হয়েছেন। এর তীব্র নিন্দা জানানো হয় কর্মসূচিতে।

মানববন্ধন শেষে রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।