অপসারণের শঙ্কা
রাজবাড়ীতে ইউপি সদস্যদের মানববন্ধন স্মারকলিপি
- প্রকাশের সময় : ০৫:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ১০৩৫ জন সংবাদটি পড়েছেন
ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মঙ্গলবার রাজবাড়ীতে মানববন্ধন সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা।
‘রাজবাড়ী জেলার সকল ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ’র ব্যানারে বেলা ১১টায় রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন মেম্বার কল্যাণ পরিষদের আহŸায়ক আব্দুল আলিম, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য কামাল হোসেন, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য নাসিমা বেগম, দাদশী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মামুন শেখ, চন্দনী ইউনিয়নের নায়েব আলী, বাণিবহের মজিবর শেখ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, তারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন ইউপি সদস্যদের অপসারণ করার প্রক্রিয়া সচলছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ জনগণের বিভন্ন সমস্যা নিরসনে ইউনিয়ন পরিষদের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গ্রামের সাধারণ মানুষ কোনো সমস্যার মুখোমুখি হলে গ্রাম আদালত অথবা সালিসের মাধ্যমে সমাধান করে থাকে ইউনিয়ন পরিষদ। এছাড়া জন্ম- মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট, নাগরিক ও ওয়ারিশ সনদ পেয়ে থাকে। তাই তাদের অপসারণ করা হলে ইউনিয়নের জনসাধারণের কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটবে। জনগণ প্রচন্ড দুর্ভোগের শিকার হবে। জনদুর্ভোগ যেন না হয় সেদিকে খেয়াল রেখে সরকারকে ইউপি সদস্যদের অপসারণ না করে তাদের কাজ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানান বক্তারা।
মানববন্ধন শেষে রাজবাড়ীর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। কর্মসূচিতে জেলার ৪২টি ইউনিয়ন পরিষদের সকল সদস্য অংশগ্রহণ করেন।