Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
৬০ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

অভিযানে গিয়ে হামলার শিকার মৎস্য অফিসের ২ কর্মকর্তা-কর্মচারী, ১৩ জেলে আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • / ১০৪২ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তারমোড় এলাকায় অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন রাজবাড়ী রাজবাড়ী সদর মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল ও অফিস সহায়ক রুহুল আমিন। রোববার সকালে এ ঘটনা ঘটে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলা এলাকার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ইলিশ শিকারের অপরাধে আটক করা হয় ১৩ জেলেকে। এছাড়া শনিবার রাতে ৬০ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোস্তফা আল রাজীব জানান, সকালে রাজবাড়ী সদর উপজেলার অন্তারমোড় এলাকায় অভিযানে গিয়ে ইলিশ মাছ কেনাবেচা দেখতে পান। জেলেদের আটক করতে গেলে তাদের উপর চড়াও হয় জেলেরা। জেলেরা তাদের অফিসের দুজনকে মারধর করে মাছ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। পরে তারা সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালান। রোববার বিকেল পর্যন্ত ইলিশ মাছ আহরণের অপরাধে ১৩ জেলেকে আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, শনিবার রাতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে চার জেলেকে আটক এবং ৬০ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটক চার জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ মাছ স্থানীয় পাঁচটি এতিমখানায় দান করা হয়েছে এবং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসনের নির্র্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ অভিযানে জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মো. লতিফুর রহমান, রাজবাড়ী সদর মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, জেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য অফিসার (ইলিশ) বনি আমিন পিয়াসসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৬০ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

অভিযানে গিয়ে হামলার শিকার মৎস্য অফিসের ২ কর্মকর্তা-কর্মচারী, ১৩ জেলে আটক

প্রকাশের সময় : ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

 রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তারমোড় এলাকায় অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন রাজবাড়ী রাজবাড়ী সদর মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল ও অফিস সহায়ক রুহুল আমিন। রোববার সকালে এ ঘটনা ঘটে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলা এলাকার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ইলিশ শিকারের অপরাধে আটক করা হয় ১৩ জেলেকে। এছাড়া শনিবার রাতে ৬০ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোস্তফা আল রাজীব জানান, সকালে রাজবাড়ী সদর উপজেলার অন্তারমোড় এলাকায় অভিযানে গিয়ে ইলিশ মাছ কেনাবেচা দেখতে পান। জেলেদের আটক করতে গেলে তাদের উপর চড়াও হয় জেলেরা। জেলেরা তাদের অফিসের দুজনকে মারধর করে মাছ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। পরে তারা সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালান। রোববার বিকেল পর্যন্ত ইলিশ মাছ আহরণের অপরাধে ১৩ জেলেকে আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, শনিবার রাতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে চার জেলেকে আটক এবং ৬০ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটক চার জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ মাছ স্থানীয় পাঁচটি এতিমখানায় দান করা হয়েছে এবং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসনের নির্র্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ অভিযানে জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মো. লতিফুর রহমান, রাজবাড়ী সদর মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, জেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য অফিসার (ইলিশ) বনি আমিন পিয়াসসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।