Dhaka ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
৫০ কেজি ইলিশ ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

রাজবাড়ীতে ৫ জেলের জেল জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / ১০৩৪ জন সংবাদটি পড়েছেন

 নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ শিকার করায় চার জেলের কারাদন্ড ও এক জেলেকে জরিমানা করা হয়েছে। এসময় ৫০ কেজি ইলিশ মাছ ও ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। আটক জেলেরা হলেন রাজবাড়ী সদর উপজেলার ঘিমোড়া গ্রামের বাসিন্দা কুরমান সর্দার, হাউলিজয়পুর গ্রামের বাসিন্দা বাবলু গাজী, পাবনা জেলার আমিনপুর থানার চর দুর্গাপুর গ্রামের বাসিন্দা আক্কাস বিশ্বাস, একই গ্রামের কালাম ব্যাপারী এবং রাজবাড়ী সদর উপজেলার লালগোলা এলাকার মোছেল মৃধা।

রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব জানান, সদর উপজেলার জৌকুড়া ঘাট থেকে উড়াকান্দা ঘাট পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নদীতে মাছ ধরা অবস্থায় পাঁচ জেলেকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৫০ কেজি ইলিশ মাছ ও ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার জেলেকে সাত দিনের কারাদন্ড এবং একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। রাজবাড়ীর নেজারত ডেপটি কালেক্টর নাহিদ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিম খানায় দান এবং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানকালে জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মো. লতিফুর রহমান, রাজবাড়ী সদর মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল, জেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস অফিসার(ইলিশ) বনি আমিন পিয়াসসহ জেলা পুলিশের দুটি টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫০ কেজি ইলিশ ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

রাজবাড়ীতে ৫ জেলের জেল জরিমানা

প্রকাশের সময় : ০৫:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

 নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ শিকার করায় চার জেলের কারাদন্ড ও এক জেলেকে জরিমানা করা হয়েছে। এসময় ৫০ কেজি ইলিশ মাছ ও ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। আটক জেলেরা হলেন রাজবাড়ী সদর উপজেলার ঘিমোড়া গ্রামের বাসিন্দা কুরমান সর্দার, হাউলিজয়পুর গ্রামের বাসিন্দা বাবলু গাজী, পাবনা জেলার আমিনপুর থানার চর দুর্গাপুর গ্রামের বাসিন্দা আক্কাস বিশ্বাস, একই গ্রামের কালাম ব্যাপারী এবং রাজবাড়ী সদর উপজেলার লালগোলা এলাকার মোছেল মৃধা।

রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব জানান, সদর উপজেলার জৌকুড়া ঘাট থেকে উড়াকান্দা ঘাট পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নদীতে মাছ ধরা অবস্থায় পাঁচ জেলেকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৫০ কেজি ইলিশ মাছ ও ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার জেলেকে সাত দিনের কারাদন্ড এবং একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। রাজবাড়ীর নেজারত ডেপটি কালেক্টর নাহিদ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিম খানায় দান এবং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানকালে জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মো. লতিফুর রহমান, রাজবাড়ী সদর মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল, জেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস অফিসার(ইলিশ) বনি আমিন পিয়াসসহ জেলা পুলিশের দুটি টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।