পরকীয়ার কারণে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
বিদেশ ফেরত যুবক হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- প্রকাশের সময় : ০৭:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / ১০৪১ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর গোয়ালন্দে স্ত্রীর পরকিয়ায় পরিকল্পিত ভাবে সৌদি ফেরত সবুজ শেখ (৩৫) হত্যার মামলা নিয়ে আসামিদের কে দ্রুত গ্রেফতার করে ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় মকবুলের দোকান এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধরা। এতে মহাসড়কের উভয়পাশে আটকা পড়ে ছোট বড় বিভিন্ন ধরনের যানবাহন।
এ সময় সড়ক আটকে নিহত সুবজের স্ত্রী রোকসানা ও পরকীয়া প্রেমিক রাসেলসহ হত্যার সাথে জরিতদের বিরুদ্ধে মামলা নেওয়া এবং আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এ মানব বন্ধন করে বিক্ষুদ্ধু জনতা।
পরে বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এসে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই মামলার যথাযথ প্রদক্ষেপ গ্রহনের আশ্বাস দেওয়ায় মহাসড়ক থেকে সরে দাঁড়ান বিক্ষোভকারীরা এবং ৪৮ ঘন্টার মধ্যে এই হত্যাকান্ডের যথাযথ আইনি ব্যবস্থা না নিলে আবারও সড়ক অবরোধের মত কর্মসূচির হুশিয়ারি দেয় এলাকাবাসী।
জানাগেছে, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়া’র মো. আইনদ্দিন শেখের ছেলে সবুজ। ১ অক্টোবর রাতে অসুস্থ অবস্থায় সবুজকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল, এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে সেখানে ২ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় এবং বিষ খেয়ে তার মৃত্যু হয়েছে বলে জানাযায়।
এদিকে নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক ভাবে সবুজ ও রোকসানার বিয়ে হয় প্রায় ১২ বছর আগে। তাদের ঘরে দুইটি কন্যা সন্তান রয়েছে। রাসেল নামে এক ছেলের সাথে স্ত্রীর পরকীয়ার খবর পেয়ে ৩ বছর সৌদি আরব থেকে প্রায় দেড় মাস আগে বাড়ী আসে সবুজ। ঘটনার আগে রোকসানা বাড়ীর পাশের এক অটোরিক্মা চালককে দিয়ে বাজার থেকে বিষ ও ঘুমের ওষুধ কিনে আনতে বলে এবং সে ঘুমের ওষুধ না পেয়ে বিষ কিনে এনে দেয় সবুজের স্ত্রী রোকসানাকে।
এ মানব বন্ধনে নিহত সবুজের বাবা মো. আইনদ্দিন শেখ, মা সাফিয়া বেগম, স্থানীয় মেম্বর আবুল হোসেন প্রামানিক, স্থানীয় হাজী মো. শাজাহান, আবুল হাসেম, সামছু শেখসহ স্থানীয় এলাকার শতশত লোক উপস্থিত ছিলেন।