বিশ্ব খাদ্য দিবস পালিত
- প্রকাশের সময় : ০৭:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ১০৪০ জন সংবাদটি পড়েছেন
“খাদ্যের আধকার: সুন্দর জীবন ও ভবিষ্যতের জন্য”এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আ¤্রকানন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ^র পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহীম টিটন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ^াস, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রসুল, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে প্রকল্প পরিচালকের কার্যালয় কতৃক বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় রাজবাড়ীতে ভ্রাম্যমান নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করেন অতিথিরা।