Dhaka ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / ১০২৯ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ীর পাংশা ও সদর উপজেলা এলাকায় বুধবার সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে।

জানা গেছে, দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে ধাক্কা খেয়ে বাইক চালক সাইফুল ইসলাম রিপন ঘটনাস্থলেই মারা যযায়। সে বাবুপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের মাবুদ আলীর ছেলে। এ ঘটনায় ভ্যানের তিন আরোহী আহত হয়। তারা হলেন মমতাজ বেগম, শাহেরা খাতুন ও মনিরুল সরদার। তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ জানান, সাইফুল ইসলাম রিপন নামের ছেলেটি নতুন মোটরসাইকেল চালানো শিখেছে। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে ধাক্কা খেলে এ ঘটনা ঘটে। একই সময় বিপরীত দিক থেকে আসা ্একটি বাস ওই দুর্ঘটনা দেখে তাদের বাঁচাতে গিয়ে খাদে পড়ে। তবে এতে কোনো হতাহত হয়নি।

অপর দিকে দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নওয়াব আলী সরদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি একই গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুুদুর রহমান জানান, দুপুরে নওয়াব আলী সরদার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রæতগতির মোটরসাইকেলের সাথে ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

প্রকাশের সময় : ০৭:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

 রাজবাড়ীর পাংশা ও সদর উপজেলা এলাকায় বুধবার সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে।

জানা গেছে, দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে ধাক্কা খেয়ে বাইক চালক সাইফুল ইসলাম রিপন ঘটনাস্থলেই মারা যযায়। সে বাবুপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের মাবুদ আলীর ছেলে। এ ঘটনায় ভ্যানের তিন আরোহী আহত হয়। তারা হলেন মমতাজ বেগম, শাহেরা খাতুন ও মনিরুল সরদার। তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ জানান, সাইফুল ইসলাম রিপন নামের ছেলেটি নতুন মোটরসাইকেল চালানো শিখেছে। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে ধাক্কা খেলে এ ঘটনা ঘটে। একই সময় বিপরীত দিক থেকে আসা ্একটি বাস ওই দুর্ঘটনা দেখে তাদের বাঁচাতে গিয়ে খাদে পড়ে। তবে এতে কোনো হতাহত হয়নি।

অপর দিকে দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নওয়াব আলী সরদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি একই গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুুদুর রহমান জানান, দুপুরে নওয়াব আলী সরদার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রæতগতির মোটরসাইকেলের সাথে ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।