পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ
- প্রকাশের সময় : ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ১০৩৪ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার এলাকার ভাঙনের শিকার বেশ কয়েকটি বাড়ি ও কৃষি জমি । ভাঙন রোধে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় ফেলা হচ্ছে জিওব্যাগ।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র জিওব্যাগ ফেলানোর কার্যক্রম উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু সাইদ মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রির পরিচালক সেলিম মুন্সি, সমাজ সেবক জামাল মুন্সি প্রমূখ।
জানাযায়, দুই সপ্তাহ আগে মুন্সি বাজারের কাওয়াল জানি গ্রামের মাথায় ভাঙন শুরু হয় এতে করে বেশ কয়েকটি বাড়ি ও কৃষি জমি নদীতে বিলীন হয়। এবং ভাঙন আতংকে বেশ কয়েকটি বাড়ি সরিয়ে নেওয়া হয়। এসময় এলাকাবাসী গত ৭ অক্টোবর ভাঙন স্থানে এবং ৯ তারিখে উপজেলার সামনে মহাসড়কে মানববন্ধন করে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করে। অতপর উপজেলা নির্বাহী কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেন ভাঙন প্রতিরোধে জিওব্যাগ ফেলানোর জন্য। পরবর্তী সময়ে তাদের বিলম্ব দেখে উপজেলা প্রশাসন থেকে ৫ শত জিও ব্যাগ দেয় এবং মোস্তফা মেটাল এর পক্ষ থেকে বালু ও লেবার খরচ দিয়ে ভাঙন প্রতিরোধে এগিয়ে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাজ বিলম্বিত হওয়ায় পরবর্তী সময়ে উপজেলা প্রশাসন ও এলাকাবাসীর সহায়তায় জিওব্যাগ ফেলানো হলো। ভবিষ্যতে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় এই এলাকার ভাঙন প্রতিরোধে আরও কার্যকরী ব্যাবস্থা নেওয়া হবে।