Dhaka ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২ ইউপি সদস্যকে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • / ১০৪৮ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীতে দুই ইউপি সদস্যকে বেঁধে নির্যাতনের ঘটনায় যুবদল নেতা রায়হান খানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার  রাতে রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার নারী ইউপি সদস্য। নির্যাতনের ঘটনায় রায়হানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মহিলা ইউপি সদস্য বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বসন্তপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান খানকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে তাকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে রায়ান খানকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া নেতৃবৃন্দের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না। বসন্তপুর ইউনিয়ন যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশনা দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ ইউপি সদস্যকে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

প্রকাশের সময় : ০৯:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

রাজবাড়ীতে দুই ইউপি সদস্যকে বেঁধে নির্যাতনের ঘটনায় যুবদল নেতা রায়হান খানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার  রাতে রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার নারী ইউপি সদস্য। নির্যাতনের ঘটনায় রায়হানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মহিলা ইউপি সদস্য বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বসন্তপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান খানকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে তাকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে রায়ান খানকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া নেতৃবৃন্দের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না। বসন্তপুর ইউনিয়ন যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশনা দেওয়া হয়।