Dhaka ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • / ১০৪০ জন সংবাদটি পড়েছেন

 ধর্মীয় অনুভ‚তিতে আঘাত দেওয়ার অভিযোগে তছির উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। শনিবার সকালে ঝিনাইদহ জেলার পৈলানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া  গ্রামের জরি মিস্ত্রীর ছেলে।

রাজবাড়ীর ডিবি ওসি মো. মফিজুল ইসলাম জানান, গত ৯ অক্টোবর তারিখে ফরহাদ নামে এক ব্যক্তির ফেসবুক আইডিতে তাছির উদ্দিনের ধর্মীয় উস্কানীমূলক বক্তব্যের ভিডিও দেখতে পাওয়া যায়। যে বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ জনসাধারণের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উপক্রম হয়। ভিডিওটি দেখার পর তছির উদ্দিন ও ফরহাদকে শনাক্ত করে ১০ অক্টোবর তারিখে সাইবার নিরাপত্তা আইনে দুজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়। মামলার প্রেক্ষিতে তছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ীর আদালতে ১৬৪ ধারা জবানবন্দীতে তার দোষ স্বীকার করেছে। এর আগে ১০ অক্টোবর তারিখে মামলার অপর আসামি ফরহাদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ফরহাদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

 ধর্মীয় অনুভ‚তিতে আঘাত দেওয়ার অভিযোগে তছির উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। শনিবার সকালে ঝিনাইদহ জেলার পৈলানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া  গ্রামের জরি মিস্ত্রীর ছেলে।

রাজবাড়ীর ডিবি ওসি মো. মফিজুল ইসলাম জানান, গত ৯ অক্টোবর তারিখে ফরহাদ নামে এক ব্যক্তির ফেসবুক আইডিতে তাছির উদ্দিনের ধর্মীয় উস্কানীমূলক বক্তব্যের ভিডিও দেখতে পাওয়া যায়। যে বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ জনসাধারণের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উপক্রম হয়। ভিডিওটি দেখার পর তছির উদ্দিন ও ফরহাদকে শনাক্ত করে ১০ অক্টোবর তারিখে সাইবার নিরাপত্তা আইনে দুজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়। মামলার প্রেক্ষিতে তছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ীর আদালতে ১৬৪ ধারা জবানবন্দীতে তার দোষ স্বীকার করেছে। এর আগে ১০ অক্টোবর তারিখে মামলার অপর আসামি ফরহাদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ফরহাদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামে।