Dhaka ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মার ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওব্যাগ

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • / ১০৩৮ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নদীর পার ভাঙতে ঠেকাতে বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ জিওব্যাগ ফেলা শুরু করেছে।

সরজমিনে দেখা যায়, ৫ ও ৬ নম্বর ফেরিঘাটে ভাঙন রোধে নতুন বালুভর্তি জিওব্যাগ ফেলে কাজ করছেন শ্রমিকরা। দৌলতদিয়া ফেরী পারাপারের জন্য ৭ টি ফেরিঘাট রয়েছে। এর মধ্যে বিগত দিনে ভাঙনের কবলে পড়ে বন্ধ হয়ে গেছে ৪টি ঘাট। বর্তমানে দৌলতদিয়ার মাত্র তিনটি ঘাট সচল রয়েছে, এদিকে পদ্মায় পানি বৃদ্ধি পেয়ে হঠাৎ ভাঙন দেখা দিলে হুমকির মুখে পড়েছে লঞ্চঘাট ও ফেরীঘাট, বর্তমান ৩ টি ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে।

ঘাট এলাকার কয়েকজন জানান, বিগত কয়েক বছর ধরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তীব্র ভাঙন চলছে। ঘাটগুলো কয়েক দফা ভাঙনের শিকার হয়েছে। এবারো চলছে ভাঙন। ভাঙনে ফেরিঘাট, লঞ্চঘাট, দৌলতদিয়া ঘাট টার্মিনাল, বাজারসহ নদীপাড়ের কয়েকটি গ্রামের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে এখানে ঘাট আধুনিকায়ন ও নদী শাসনের আশার বাণী শোনায় বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিসহ দায়িত্বশীলরা।

বিআইডবিøউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহ উদ্দিন বলেন, বর্তমানে দৌলতদিয়ায় ৩, ৪ ও ৭ নম্বর ঘাটটি সচল আছে। ফেরিঘাটে ভাঙন প্রতিরোধে বালুভর্তি জিওব্যাগ ফেলছে বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ।

বিআইডবিøউটিএর আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন বলেন, ভাঙন ঠেকাতে বিআইডবিøউটিএর দৌলতদিয়া ফেরিঘাট ও দৌলতদিয়া লঞ্চঘাটে বালুভর্তি ১০ হাজার জিওব্যাগ ফেলার কাজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। পর্যায়ক্রমে ঘাটের বিভিন্ন ভাঙন কবলিত ও ঝুঁকিপূর্ণ স্থানে ১০ হাজার জিওব্যাগ ফেলা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ্মার ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওব্যাগ

প্রকাশের সময় : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নদীর পার ভাঙতে ঠেকাতে বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ জিওব্যাগ ফেলা শুরু করেছে।

সরজমিনে দেখা যায়, ৫ ও ৬ নম্বর ফেরিঘাটে ভাঙন রোধে নতুন বালুভর্তি জিওব্যাগ ফেলে কাজ করছেন শ্রমিকরা। দৌলতদিয়া ফেরী পারাপারের জন্য ৭ টি ফেরিঘাট রয়েছে। এর মধ্যে বিগত দিনে ভাঙনের কবলে পড়ে বন্ধ হয়ে গেছে ৪টি ঘাট। বর্তমানে দৌলতদিয়ার মাত্র তিনটি ঘাট সচল রয়েছে, এদিকে পদ্মায় পানি বৃদ্ধি পেয়ে হঠাৎ ভাঙন দেখা দিলে হুমকির মুখে পড়েছে লঞ্চঘাট ও ফেরীঘাট, বর্তমান ৩ টি ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে।

ঘাট এলাকার কয়েকজন জানান, বিগত কয়েক বছর ধরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তীব্র ভাঙন চলছে। ঘাটগুলো কয়েক দফা ভাঙনের শিকার হয়েছে। এবারো চলছে ভাঙন। ভাঙনে ফেরিঘাট, লঞ্চঘাট, দৌলতদিয়া ঘাট টার্মিনাল, বাজারসহ নদীপাড়ের কয়েকটি গ্রামের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে এখানে ঘাট আধুনিকায়ন ও নদী শাসনের আশার বাণী শোনায় বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিসহ দায়িত্বশীলরা।

বিআইডবিøউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহ উদ্দিন বলেন, বর্তমানে দৌলতদিয়ায় ৩, ৪ ও ৭ নম্বর ঘাটটি সচল আছে। ফেরিঘাটে ভাঙন প্রতিরোধে বালুভর্তি জিওব্যাগ ফেলছে বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ।

বিআইডবিøউটিএর আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন বলেন, ভাঙন ঠেকাতে বিআইডবিøউটিএর দৌলতদিয়া ফেরিঘাট ও দৌলতদিয়া লঞ্চঘাটে বালুভর্তি ১০ হাজার জিওব্যাগ ফেলার কাজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। পর্যায়ক্রমে ঘাটের বিভিন্ন ভাঙন কবলিত ও ঝুঁকিপূর্ণ স্থানে ১০ হাজার জিওব্যাগ ফেলা হবে।