Dhaka ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • / ১০৪৪ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে সুমি আক্তার মিতা নামে এক তরুণীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, মিতা ঢাকা জেলার বাসিন্দা। গত ৭-৮ বছর ধরে যৌনপল্লীর একটি দোতলা বাড়ির কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন।

জানা গেছে, মিতা রোববার রাত ১১টার দিকে ডান্স ফ্লোরে নাচানাচি এবং মদ পান করেন। পরে সেখান থেকে একজন খদ্দের নিয়ে নিজ ঘরে ফিরে যান। সোমবার সকালে অনেক বেলা হয়ে গেলেও তাকে না দেখতে পেয়ে বাড়ির অন্যান্য মেয়েরা মিতার দোতলার কক্ষে যায়। সেখানে তারা মিতার কক্ষের দরজা খোলা দেখতে পান এবং মিতাকে ভেতরে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় বিছানায় মৃত দেখতে পান। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল।

সোমবার বেলা ১১টার দিকে সুমীর বিষয়টি পুলিশকে জানানো হলে রাজবাড়ীর অতিরিক্ত  পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কেন কী কারণে এবং কে-বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। হত্যার রহস্য উদঘাটন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

 

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রকাশের সময় : ০৯:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে সুমি আক্তার মিতা নামে এক তরুণীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, মিতা ঢাকা জেলার বাসিন্দা। গত ৭-৮ বছর ধরে যৌনপল্লীর একটি দোতলা বাড়ির কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন।

জানা গেছে, মিতা রোববার রাত ১১টার দিকে ডান্স ফ্লোরে নাচানাচি এবং মদ পান করেন। পরে সেখান থেকে একজন খদ্দের নিয়ে নিজ ঘরে ফিরে যান। সোমবার সকালে অনেক বেলা হয়ে গেলেও তাকে না দেখতে পেয়ে বাড়ির অন্যান্য মেয়েরা মিতার দোতলার কক্ষে যায়। সেখানে তারা মিতার কক্ষের দরজা খোলা দেখতে পান এবং মিতাকে ভেতরে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় বিছানায় মৃত দেখতে পান। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল।

সোমবার বেলা ১১টার দিকে সুমীর বিষয়টি পুলিশকে জানানো হলে রাজবাড়ীর অতিরিক্ত  পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কেন কী কারণে এবং কে-বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। হত্যার রহস্য উদঘাটন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।