জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালন
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ১০৩৯ জন সংবাদটি পড়েছেন
‘জন্ম মৃত্য নিবন্ধন-আনবে দেশে সুশাসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জন্ম ও মৃত্য নিবন্ধন দিবস পালিত হয়েছে।
সকালে রাজবাড়ীর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বক্তব্য রখেন রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম, মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। তাহলে জন্ম ও মৃত্যুর সঠিক তথ্য থাকবে। এছাড়াও জন্ম ও মৃত্য সনদের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন বক্তারা।
Tag :