পাংশায় মহাসড়কে গাছ ফেলে ডাকাতি
- প্রকাশের সময় : ০৬:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ১০৪১ জন সংবাদটি পড়েছেন
দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাজবাড়ী-কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিহর আমতলী এলাকায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতরা কী পরিমাণ জিনিসপত্র লুট করেছে সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। পুলিশ বলছে দুর্বৃত্তরা ডাকাতির চেষ্টা করেছিল। তারা ঘটনাস্থলে যাওয়ার পর ডাকাতদল পালিয়ে গেছে।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে একদল ডাকাত মহাসড়কে গাছ ফেলে ডাকাতি শুরু করে। ডাকাতদল চারটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি কাভার্ড ভ্যান ও একটি বাসে ডাকাতি করে পরিবহন শ্রমিক ও যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, দামী মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
কুষ্টিয়ার কুমারখালী এলাকার বাসিন্দা কেএমআর শাহীন নামে এক ব্যক্তি শনিবার দিবাগত রাত দুইটার দিকে তার ফেসবুকে লেখেন, ‘এইমাত্র ডাকাতির কবল থেকে বেঁচে গেলাম। মহান আল্লাহ তাআলা সহায় ছিলেন। ঢাকা থেকে ফেরার পথে রাত ২টার সময় রাজবাড়ী অংশের সীমানায় দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়। অল্পের জন্য রোজিনা পরিবহনে আমি ও অন্যান্য যাত্রীরা ডাকাতের কবল থেকে বেঁচে গেলেও আমাদের গাড়ির সামনের ৫ থেকে ৭টি বাস, ট্রাক ও প্রাইভেটকারে দুর্র্ধষ ডাকাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। এসব পরিবহনে থাকা যাত্রীদের কাছ থেকে টাকা, মুঠোফোন ও দামি মালামাল লুটে নিয়েছে ডাকাত দল। পরিস্থিতি বেগতিক দেখে আমি খোকসা ও পাংশা থানা-পুলিশকে জানালে দ্রæত দুই দিক থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়।’
এবিষয়ে পাংশা হাইওয়ে থানার এসআই বিকাশ চন্দ্র বলেন, দুর্বৃত্তরা মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। রাত দুইটার দিকে এমন খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে গাছ সরিয়ে দেয়। ডাকাতির বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।
পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, মহাসড়কে ডাকাতির চেষ্টা করা হচ্ছে এমন খবর পেয়ে পাংশা ও খোকসা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে রাস্তায় গাছ ফেলেছিল। এতে করে মহাসড়কের দুই দিকে যানবাহন আটকা পড়ে। পুলিশ সেখানে গিয়ে গাছ সরিয়ে যান চলাচলের ব্যবস্থা করে। সময়মতো পুলিশ পৌঁছানোয় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। নাহলে বড় কোনো ঘটনা ঘটতে পারত। ডাকাতির বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।