Dhaka ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী কণ্ঠের প্রকাশক মনিরুজ্জামানের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০২১ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ী জেলা থেকে প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার প্রকাশক মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

রাজবাড়ী জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্র্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত মানববন্ধনে দৈনিক রাজবাড়ী কণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক বলেন, মনিরুজ্জামান খান একজন সজ্জন ব্যক্তি। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আন্দোনকারীদের সহযোগিতা করেছেন। তাকে হয়রানীর উদ্দেশ্যে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়েছে।

জেলার কর্মরত সাংবাদিকদের স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মনিরুজ্জামান খান একজন প্রথিতযশা প্রকৌশলী। সমাজসেবার সাথেও তিনি যুক্ত। গত ৫ আগস্ট তিনি রাজধানীর উত্তরায় আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে খাবার পানি ও কোমল পানীয় সরবরাহ করেছেন। এতেই প্রমাণিত হয় তিনি আন্দোলনের একজন সমর্থক। অথচ রাজধানী ঢাকার মিরপুর ও সাভার থানার দুটি মামলায় শ্রেণিভুক্ত আসামি করা হয়েছে তাকে। মনিরুজ্জামান খান চোখের চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থেকে ২২ জুলাই এবং ৬ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশের বাইরে ছিলেন। কিন্তু দেশের বাইরে অবস্থানকালীন সময়ের ঘটনা উল্লেখে মামলা দায়ের সত্যিই অনভিপ্রেত ও দুঃখজনক।

তদন্ত সাপেক্ষে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

 

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী কণ্ঠের প্রকাশক মনিরুজ্জামানের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন স্মারকলিপি

প্রকাশের সময় : ০৮:৪৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

রাজবাড়ী জেলা থেকে প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার প্রকাশক মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

রাজবাড়ী জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্র্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত মানববন্ধনে দৈনিক রাজবাড়ী কণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক বলেন, মনিরুজ্জামান খান একজন সজ্জন ব্যক্তি। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আন্দোনকারীদের সহযোগিতা করেছেন। তাকে হয়রানীর উদ্দেশ্যে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়েছে।

জেলার কর্মরত সাংবাদিকদের স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মনিরুজ্জামান খান একজন প্রথিতযশা প্রকৌশলী। সমাজসেবার সাথেও তিনি যুক্ত। গত ৫ আগস্ট তিনি রাজধানীর উত্তরায় আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে খাবার পানি ও কোমল পানীয় সরবরাহ করেছেন। এতেই প্রমাণিত হয় তিনি আন্দোলনের একজন সমর্থক। অথচ রাজধানী ঢাকার মিরপুর ও সাভার থানার দুটি মামলায় শ্রেণিভুক্ত আসামি করা হয়েছে তাকে। মনিরুজ্জামান খান চোখের চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থেকে ২২ জুলাই এবং ৬ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশের বাইরে ছিলেন। কিন্তু দেশের বাইরে অবস্থানকালীন সময়ের ঘটনা উল্লেখে মামলা দায়ের সত্যিই অনভিপ্রেত ও দুঃখজনক।

তদন্ত সাপেক্ষে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।