বালিয়াকান্দিতে জরিমানা ২ ব্যবসায়ীর
- প্রকাশের সময় : ০৮:৫৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৪৩ জন সংবাদটি পড়েছেন
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা বুধবার বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে।
জানা গেছে, (মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারের মেসার্স হাবিব ট্রেডার্সকে চার হাজার টাকা এবং পণ্যের মোড়ক, ইত্যাদি যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় মেসার্স আইয়ুব ট্রেডার্সকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, অভিযানকালে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়েছে। তাদের অভিযান অব্যাহত থাকবে।