কালুখালী বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি পুনঃ নির্মাণ দাবিতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৬:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৪৮ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি পুনঃ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। রোববার এ দাবিতে সেখানে মানববন্ধন ও সমাবেশ করেন তারা।
জানা গেছে, ২০১৯ সালের ২০ ফেব্রæারি রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুরের যাত্রী ছাউনি ভেঙ্গে ফেলে দুর্বত্তরা। পরে যাত্রী ছাউনির পিছনে বিশাল অট্টালিকা গড়ে তোলে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু। এ থেকে মানুষের মনে সন্দেহ হয় অট্টলিকা নির্মাণের স্বার্থে মজনু ও তার লোকেরা যাত্রীছাউনী ভেঙ্গেছে। তারপরও মজনু ভয়ে কেউ এ কথা বলতো না। গত ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তন হলে এলাকা থেকে পালিয়ে যায় মজনু।
মানব বন্ধন চলাকালে সহিদুল ইসলাম, ওহিদুর রহমান, আলমগীর হোসেন, রেজা মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। সহিদুল ইসলাম জানান, মজনু শুধু যাত্রীছাউনী ভাঙ্গেনি। সে অপরাধের সাথে জড়িত। তারা মজনুর শাস্তি ও যাত্রী ছাউনি পুনঃ নির্মাণের দাবি জানান।