ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগে বালিয়াকান্দিতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমসহ আসামি ৫২ জন
- প্রকাশের সময় : ০৬:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- / ১১২২ জন সংবাদটি পড়েছেন
ছাত্রদলের মিছিলে হামলার অভিযোহেগ বালিয়াকান্দিতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমসহ আওয়ামী লীগের ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল শেখ বাদী হয়ে শনিবার বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন। তিনি জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের রফিক শেখের ছেলে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, উপজেলা যুবলীগের আহŸায়ক রাসেল খান রিজু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মিজানুর রহমান মিরন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান, মো. নাজমুল আলম রাজু, বাবুল মন্ডল, রোহান শেখ, সজিব মন্ডল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. তুহিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুজ্জামান শেখ, উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি তৌফিক খান সাদিদ, মুন্না শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল মাহমুদ মন্টু, আবির শেখ, মাহমুদ মিয়া, মো. ফারুক মিয়া, ইকরাম মোল্যা, জাহিদুল শেখ, আব্দুল লতিফ রতন, তানভীর খান, সুশান্ত বৈরাগী, ইউপি সদস্য আলমগীর মিয়া, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. বদরুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, রনি শেখ, রানা শেখ, রবিউল ইসলাম রবি, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আবু তারেক বাবুল শেখ, ইউপি সদস্য ইব্রাহিম তালুকদার, মো. কবির শেখ, জাহিদ মন্ডল, টিটু শেখ, ইজাজুল ইসলাম, মো. কালাম, দাউদ মোল্যা, আব্দুল্লাহ তুষার, মো. নসর, খালিদ রাহাদ, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম মিয়া মোড়ল, রহিম শিকদার, সেলিম শেখ, ইউপি সদস্য শুকুর খান, টিটুল শেখ, ইউপি সদস্য আরব আলী শেখ, নাসির উদ্দিন, নজরুল ইসলাম, জাহাঙ্গীর মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মোল্যা, জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৯ জুন বেলা ১১টার দিকে বালিয়াকান্দি বাসস্ট্যান্ড বাজারের ফরিদ হাসান আশিকের সামনে ছাত্রদলের মিছিলে হামলা চালানো হয়। এ সময় ফরিদ হাসান আশিক দোকানের মধ্যে আশ্রয় নিলে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।
বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম জানান, শনিবার মামলাটি রেকর্ড হয়েছে।