ইউপি সদস্য কাজী শহিদুল ইসলামের দাফন সম্পন্ন
- প্রকাশের সময় : ১১:৩৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- / ১০৯১ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম সাঈদ (৫৫) এর দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত সফল সদস্য ও প্যানেল চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম সাঈদ এর নামাজে জানাজা বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় জেলার বিভিন্নস্থান থেকে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। এলাকায় তার ছিল জনপ্রিয়তা ছিলো । যার প্রেক্ষিতে পরপর তিন বার বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন ক্রীড়া প্রেমী একজন মানুষ। বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে আন্তঃজেলা ফুটবল আয়োজনের কমিটি বাড়াদী, নারায়ণপুর, বহরপুর, শেকাড়া (বিএনবিএস) কমিটির ২৪ বারের সফল সভাপতি হিসেবে ফুটবল আয়োজন করে মানুষের মাঝে দিয়ে গেছেন ব্যাপক বিনোদন। এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে রয়েছে তার অসান্যা অবদান। সম্প্রতি উক্ত মাঠে বাণিজ্য মেলারও সফল সংগঠক ছিলেন তিনি। মৃত্যুকালে ১ মেয়ে, ২ ছেলে, স্ত্রীসহ অসংখ্য ভক্ত অনুরাগী রেখে গেছেন।
কাজী শহিদুল ইসলাম সাঈদ গত বৃহষ্পতিবার ২৯ আগষ্ট বিকাল চারটায় হটাৎ অসুস্থ হলে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয় বিকাল ৫টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার ১০টায় জানাজা শেষে শেকাড়া শাহ্ পালোয়ান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।