বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মর্সূচিতে হামলা
ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- প্রকাশের সময় : ০৬:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
- / ১১২৭ জন সংবাদটি পড়েছেন
কোটা সংস্কার ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় রাজবাড়ী জেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাবলু সরকারের ছেলে কলেজছাত্র উৎস সরকার বাদী হয়ে সোমবার বিকেলে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি শাহীন শেখ, সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা ইফতি হক সৌরভ, ছাত্রলীগ নেতা রিয়াদ রায়হান ইফতি, রাজবাড়ী সদর থানা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন প্রমুখ। মামলায় অজ্ঞাতনামা আরও একশ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত ৪ আগস্ট তারিখে বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য রাজবাড়ী শহরের টিএন্ডটি এলাকায় জমায়েত হয়। ওই সময় আসামিরা অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। সেখানে গুলি করে এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তিনি প্রাণভয়ে স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিলে আসামিরা সেখান থেকে তাকে টেনে হিচড়ে বাইরে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে গুলি করলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। ওই সময় আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, মামলাটি রেকর্ড হয়েছে। দ্রæতই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।