পাংশায় অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার \ গ্রেপ্তার ২
- প্রকাশের সময় : ০৬:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১২০ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশা উপজেলার কুঠিমালিয়াট এলাকা থেকে রোববার দিবাগত রাতে দুটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও ছয়টি ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো একই গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে কফিল উদ্দিন ওরফে কইফে ও আবু বক্কর সিদ্দিকীর ছেলে শাওন। তারা এলাকায় হত্যাকান্ড ঘটানোর পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পুলিশ।
পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, কুঠিমালিয়াট গ্রামে একদল দুর্বৃত্ত অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত করার পরিকল্পনা করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে কফিল উদ্দিন ও শাওনকে গ্রেপ্তার করা হয়। সে সময় তুষার নামে আরও এক দুর্বৃত্ত পালিয়ে যায়। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলে। এতে সন্দেহ আরও বাড়ে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর একপর্যায়ে স্বীকার করে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তারা আলাল হোসেন ও মনিরুল ইসলাম নামে দুই ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করছিল। কফিল উদ্দিন একটি অস্ত্র মামলার আসামি। সেই মামলার সাক্ষী আলাল হোসেন। আর শাওনের সাথে মনিরুলের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এসব কারণে কফিল ও শাওন মিলে হত্যার পরিকল্পনা করে। হত্যার পর ভীতি সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণেরও পরিকল্পনা ছিল। এজন্য তারা দুটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও ছয়টি ককটেল একটি ব্যাগে ভরে এলাকার পরিত্যক্ত একটি রান্না ঘরে রেখে দেয়। পুলিশ সেসব অস্ত্রগুলি ও ককটেল উদ্ধার করে। তিনি আরও জানান, এব্যাপারে মামলা হয়েছে। আসামিদের সোমবার আদালতে চালান করা হয়েছে।