জামার কলার কেটে হেরোইন: তবুও ধরা পুলিশের হাতে
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১১৫২ জন সংবাদটি পড়েছেন
অভিনব কায়দায় জামার কলার কেটে হেরোইন বহন করতে গিয়েও পার পেলনা মাদক ব্যবসায়ী জিন্নত। গোয়ালন্দ ঘাট থানা পুলিশের হাতে ধরা পড়েছে সে। মঙ্গলবার সন্ধ্যার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে সাড়ে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোয়ালন্দঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া লঞ্চঘাটের প্রবেশ পথে কাঠের ব্রীজের সম্মুখ হতে একটি শার্টের কলারের মাঝ বরাবর কেটে কলারের ভিতর ঢুকিয়ে বিশেষ কায়দায় বহনকৃত সাড়ে ৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী জিন্নত আলী(৩৩), পিতা-মৃত আনসার আলী ,স্থায়ী: গ্রাম- পশ্চিম সেওতা, উপজেলা/থানা- মানিকগঞ্জ সদর, জেলা -মানিকগঞ্জকে গ্রেফতার করা হয়।
Tag :