খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের সংমিশ্রণ
বেকারীর জরিমানা
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ১১০৭ জন সংবাদটি পড়েছেন
খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের সংমিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ বাজারের মেসার্স শিলা বেকারীর মালিক সিরাজুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, শিলা বেকারীতে অভিযান চালিয়ে খাদ্যপণ্যের সাথে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণ করতে দেখা গেছে। এসব রাসায়নক দ্রব্য তারা কীভাবে কোথা থেকে এনেছে তার সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। যেখানে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল সেখানে জায়গাটি নোংরা ও অপরিচ্ছন্ন। একারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় বেকারীর মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Tag :