রাজবাড়ীতে ভোক্তাধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার
- প্রকাশের সময় : ০৮:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১১৩৬ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোরশেদা খাতুনের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, রাজবাড়ী চেম্বার অব কমার্সের সহ সভাপতি জাকির হোসেন, এনজিও প্রতিনিধি লুৎফর রহমান লাবু, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, ক্যাবস এর সাংগঠনিক সম্পাদক পথিক পাল, রাজবাড়ী কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।
বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ দাবি করে বলেন, নিয়মিত বাজার তদারিক করলে তা সবার জন্যই উপকার হবে।