Dhaka ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভালো কাজ করার যে আনন্দ তা আর কোনো কিছুতেই পাওয়া যায়না -ড. মুহম্মদ জাফর ইকবাল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • / ১১৬৬ জন সংবাদটি পড়েছেন

 

 প্রখ্যাত কথাসাহিত্যিক বিজ্ঞান কল্পকাহিনি লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আমাদের ছোট জীবনকে উপভোগ করতে হবে। জীবনকে উপভোগ করতে হলে অন্যের জন্য ভালো কিছু করতে হবে। ভালো কাজ করার যে আনন্দ তা আর কোনো কিছুতেই পাওয়া যায়না। শিখতে হবে নতুন নতুন বিষয়। তিনি শুক্রবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজবাড়ী শিশু সংসদের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। প্রধান আলোচক ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট সাবেক অতিরিক্ত সচিব শেখ মহ. রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, রাজবাড়ী শিশু সংসদের উপদেষ্টা আমিনুল ইসলাম বুলবুল।  সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, এখন যদি কোনো বাবা-মা এসে বলে তার ছেলে বা মেয়ে জিপিএ ৫ পেয়েছে। শুনে খুব খারাপ লাগে। কারণ, জিপিএ ৫ পেতে তাকে কত কষ্ট করতে হয়েছে। চাপ সহ্য করতে হয়েছে। আমাদের প্রয়োজন আনন্দের সাথে লেখাপড়া করা। পড়াশোনা নিয়ে বাবা-মায়ের অযথা টেনশন করা উচিৎ নয়। লেখাপড়ার উদ্দেশ্য হলো নতুন পৃথিবীকে গাইড করতে শেখা। পৃথিবী অনেক বদলে গেছে। আগের পৃথিবী আর নেই।

তিনি বলেন, ফেসবুক আমাদের জীবন থেকে অনেক সময় কেড়ে নিচ্ছে। মানুষের কী পরিমাণ সময় নষ্ট হচ্ছে তা কেউই জানেনা। যদি কোনো জিনিস ব্যবহার করতে টাকা-পয়সা ব্যয় না হয় তাহলে ধরে নিতে হবে তারা তোমাকে বিক্রি করছে।

নিজেকে সমৃদ্ধ করতে কল্পনা শক্তি প্রখর হতে হবে। কল্পনা ছাড়া কেউ বড় হতে পারেনা। মানুষই একমাত্র প্রাণি যার কল্পনা করার ক্ষমতা আছে। কিন্তু ক্রমশঃ আমরা আমাদের কল্পনা শক্তি খর্ব করছি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বই পড়তে হবে। যে বই পড়ে সে সবার চেয়ে আলাদা হবে। এজন্য বেশি বেশি করে বই পড়তে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভালো কাজ করার যে আনন্দ তা আর কোনো কিছুতেই পাওয়া যায়না -ড. মুহম্মদ জাফর ইকবাল

প্রকাশের সময় : ০৯:১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

 

 প্রখ্যাত কথাসাহিত্যিক বিজ্ঞান কল্পকাহিনি লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আমাদের ছোট জীবনকে উপভোগ করতে হবে। জীবনকে উপভোগ করতে হলে অন্যের জন্য ভালো কিছু করতে হবে। ভালো কাজ করার যে আনন্দ তা আর কোনো কিছুতেই পাওয়া যায়না। শিখতে হবে নতুন নতুন বিষয়। তিনি শুক্রবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজবাড়ী শিশু সংসদের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। প্রধান আলোচক ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট সাবেক অতিরিক্ত সচিব শেখ মহ. রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, রাজবাড়ী শিশু সংসদের উপদেষ্টা আমিনুল ইসলাম বুলবুল।  সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, এখন যদি কোনো বাবা-মা এসে বলে তার ছেলে বা মেয়ে জিপিএ ৫ পেয়েছে। শুনে খুব খারাপ লাগে। কারণ, জিপিএ ৫ পেতে তাকে কত কষ্ট করতে হয়েছে। চাপ সহ্য করতে হয়েছে। আমাদের প্রয়োজন আনন্দের সাথে লেখাপড়া করা। পড়াশোনা নিয়ে বাবা-মায়ের অযথা টেনশন করা উচিৎ নয়। লেখাপড়ার উদ্দেশ্য হলো নতুন পৃথিবীকে গাইড করতে শেখা। পৃথিবী অনেক বদলে গেছে। আগের পৃথিবী আর নেই।

তিনি বলেন, ফেসবুক আমাদের জীবন থেকে অনেক সময় কেড়ে নিচ্ছে। মানুষের কী পরিমাণ সময় নষ্ট হচ্ছে তা কেউই জানেনা। যদি কোনো জিনিস ব্যবহার করতে টাকা-পয়সা ব্যয় না হয় তাহলে ধরে নিতে হবে তারা তোমাকে বিক্রি করছে।

নিজেকে সমৃদ্ধ করতে কল্পনা শক্তি প্রখর হতে হবে। কল্পনা ছাড়া কেউ বড় হতে পারেনা। মানুষই একমাত্র প্রাণি যার কল্পনা করার ক্ষমতা আছে। কিন্তু ক্রমশঃ আমরা আমাদের কল্পনা শক্তি খর্ব করছি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বই পড়তে হবে। যে বই পড়ে সে সবার চেয়ে আলাদা হবে। এজন্য বেশি বেশি করে বই পড়তে হবে।