শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন কারাদন্ড
- প্রকাশের সময় : ১০:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ১১৫৭ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ রোজিনা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত রোজিনা বেগম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের আব্দুল বারেক শেখের স্ত্রী।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ নভেম্বর রাতে নুরজাহান বেগম তার নাতনি পরশীয়াকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। পরদিন ভোরে নুরজাহান বেগমের ছেলে বারেক শেখ বাড়ির অনতিদূরে ক্ষেতে কাজ করতে যান। কিছুক্ষণ পর বারেকের স্ত্রী রোজিনা বেগম ফোন করে জানায়; তার মাকে কে বা কারা হত্যা করেছে। এ ঘটনায় ২৪ নভেম্বর তারিখে আব্দুল বারেক শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে পুত্রবধূ রোজিনা বেগমই তার শাশুড়ি নুরজাহানকে কুপিয়ে হত্যা করেছে। পরে তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দেওয়া হয়। দীর্ঘ সাক্ষী প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে আদালতের বিচারক রোজিনা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করেন।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যড. উজীর আলী জানান, শাশুড়িকে নৃশংসভাবে হত্যার দায়ে বিচারক যে সাজা দিয়েছেন তা ন্যায়সঙ্গত হয়েছে বলে আমি মনে করি।