Dhaka ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মাদকাসক্ত হাজতির মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ১১৩৩ জন সংবাদটি পড়েছেন

রাবেল শেখ ওরফে রাসেল নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গত রোববার রাতে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বালিয়াকান্দি উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আবুল শেখের ছেলে। গত ৬ অক্টোবর গভীর রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ী কারাগারে পাঠায়। মাদক ব্যবসার পাশাপাশি সে মাদকাসক্ত ছিল বলে জানা গেছে।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, গত ৭ অক্টোবর রাসেল রাজবাড়ী কারাগারে আসে। সে মাদকাসক্ত ছিল। রোববার বিকেলে সে অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তিনি আরও জানান, রাসেলের আত্মীয় স্বজনকে খবর পাঠানো হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গত ৬ অক্টোবর রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পেড়াভিটার কাছ থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে তার পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আগের দুটি মাদক ও একটি চুরি মামলা ছিল। ৭ অক্টোবর তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদকাসক্ত হাজতির মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

রাবেল শেখ ওরফে রাসেল নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গত রোববার রাতে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বালিয়াকান্দি উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আবুল শেখের ছেলে। গত ৬ অক্টোবর গভীর রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ী কারাগারে পাঠায়। মাদক ব্যবসার পাশাপাশি সে মাদকাসক্ত ছিল বলে জানা গেছে।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, গত ৭ অক্টোবর রাসেল রাজবাড়ী কারাগারে আসে। সে মাদকাসক্ত ছিল। রোববার বিকেলে সে অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তিনি আরও জানান, রাসেলের আত্মীয় স্বজনকে খবর পাঠানো হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গত ৬ অক্টোবর রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পেড়াভিটার কাছ থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে তার পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আগের দুটি মাদক ও একটি চুরি মামলা ছিল। ৭ অক্টোবর তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়।