রাজবাড়ীতে আ’লীগের ২ নেতাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম
- প্রকাশের সময় : ১০:৪০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ১১৩৮ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর এলাকায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মিজানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দয়ালনগর গ্রামের বাসিন্দা হান্নান শেখ ও একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কালিনগর গ্রামের বাসিন্দা সাগর মন্ডল। এদের মধ্যে হান্নান শেখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাগর মন্ডল ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা বলছেন, জেলা পরিষদ সদস্য বালু ব্যবসায়ী আজম মন্ডলের লোকেরা তাদের উপর হামলা করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন আজম মন্ডল।
স্থানীয় সূত্র জানায়, হান্নান শেখ ও সাগর মন্ডল সূর্যনগর রেলগেট এলাকার একটি চায়ের দোকানে গল্প করছিলেন। এসময় ২০/২৫ জন দুর্বৃত্ত অতর্কিতে তাদের উপর হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে হান্নানকে ঢাকায় পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন সাগর মন্ডল জানান, তারা চায়ের দোকানের ভেতরে গল্প করছিলেন। হঠাৎ ২০/২৫ জন লোককে আসতে দেখেন। তারা বুঝে ওঠার আগেই আলিম নামে একজন হান্নান শেখের মাথায় অস্ত্র ঠেকিয়ে বলে নড়াচড়া করলে গুলি করে দেব। এরপর দুর্বৃত্তরা তাদের দুজনকে কুপিয়ে জখম করে। শরীরের বিভিন্ন স্থানে ইচ্ছে মত হাতুড়ি দিয়ে পেটায়। হান্নান শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছে। তার অবস্থা কী জানেন না তিনি। তিনি বলেন, জেলা পরিষদ সদস্য আজম মন্ডল এবং মিজানপুর ইউপি চেয়ারম্যান টুকু মিজির সাথে দ্ব›দ্ব চলছে। তারা টুকু মিজির সমর্থক। একারণে আজম মন্ডলের লোকেরা তাদের উপর হামলা করেছে। দুর্বৃত্তদের মধ্যে অন্ততঃ ১০ জনকে তিনি চিনতে পেরেছেন। তারা সবাই আজম মন্ডলের লোক। কয়েকজনের মাথায় হেলমেট ছিল তাই চিনতে পারেন নি।
রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আজম মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি রাজবাড়ীতে ছিলেন। তিনি এর সাথে জড়িত নন। টুকু মিজির ইশারায় আহতরা আমার নাম বলেছে। যারা মার খেয়েছে তারা মাদকাসক্ত।
তবে সাগর মন্ডল বলছেন, তিনি পান ছাড়া জীবনে কোনো নেশা করেননি।
মিজানপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুকু মিজি জানান, আজম মন্ডল কী বললো এটা তার ব্যাপার। ভুক্তভোগীরা কী বলছে সেটাই দেখার বিষয়। আজমের সাথে আমার দ্ব›দ্ব আছে এ কারণে সে আমার বিরুদ্ধে এসব মিথ্যা কথা বলছে।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতির পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।