পাংশায় বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
- প্রকাশের সময় : ০৮:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১১২১ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে বিষধর সাপের কামড়ে শেফা আক্তার নামে এক স্কুৃলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের শাজাহান মন্ডলের মেয়ে। বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সে।
নিহতের মামাতো ভাই রাশেদ হাসান স্বপন জানান, শেফা মশারি টাঙিয়ে ঘুমিয়েছিল। রাতে একটি বিষধর সাপ ঘুমন্ত অবস্থায় তাকে দংশন করে। শেফার চিৎকারে পরিবারের সদস্যরা ঘুম থেকে সাপটিকে দেখে পিটিয়ে মেরে ফেলে। আশংকাজনক অবস্থায় শেফাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক জানান, এখানে এন্টিভেনম নেই। তাদের কুষ্টিয়া নিয়ে যেতে বলেন। ভোর পৌনে চারটার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেও জানানো হয় এন্টিভেনম নেই। পরে বাইরের ফার্মেসী থেকে এন্টিভেনম কিনে পুশ করা হয়। তার কিছু পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে মারা যায় শেফা।
তিনি আরও জানান, যেই সাপটি শেফাকে কামড় দিয়েছে এরকম সাপ এর আগে কখনও দেখেননি। কারো রংয়ের উপর পুরো শরীর রিং পেচানোর মত। দেখতে খুবই ভয়ংকর।
পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদত হোসেন জানান, স্কুলছাত্রীকে যেই সাপে কামড় দিয়েছে। সেটির ছবি দেখে মনে হচ্ছে এটি ডোরা কাল কেউটে। এটি খুবই বিষধর। এই সাপ সচরাচর দেখা যায়না। বন জঙ্গলে এই সাপ বসবাস করে। ধারণা করা হচ্ছে নদীর ¯্রােতে সাপটি এদিকে চলে এসেছে।
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মো. সজিব হোসেন জানান, বিষয়টি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। সেফা খুব মেধাবী ছাত্রী ছিল।