এমপির সাথে ছবি তোলা নিয়ে দ্বন্দ্ব
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে জখম
- প্রকাশের সময় : ১০:৪১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১১১৬ জন সংবাদটি পড়েছেন
এমপির সাথে ছবি তোলা নিয়ে দ্ব›েদ্বর জের ধরে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল হাওলাদারকে কুপিয়েছে প্রতিপক্ষ। বুধবার সন্ধ্যায় পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শরিফুলকে রাতে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে একই ইউনিয়নের জগতপুর গ্রামের মোতালেব হওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে মুকুন্দিয়া স্কুল মাঠে স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। সে খেলায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। খেলা শেষে শরিফুল এমপি কাজী কেরামত আলীর সাথে ছবি তুলতে যান। এসময় প্রতিপক্ষ ইকবাল তাকে বাধা দেন। বিষয়টি নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। পরে স্কুলমাঠ থেকে দুইশ গজ দূরে শরিফুলকে কুপিয়ে জখম করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল ইসলাম জানান, এমপির সাথে ছবি তুলতে গেলে ইকবাল সরে যেতে বলে। তিনি এর প্রতিবাদ করেন। পরে ইকবালসহ কয়েকজন তাকে ধাওয়া করলে তিনি একটি মসজিদে আশ্রয় নেন। সেখানে তাকে লক্ষ্য করে দুটি গুলি করে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তার ছোট ভাই সাগর তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কিল ঘুষি মারে।
পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর জানান, খেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো সমস্যা হয়নি। খেলার পরে মাঠে দুই দল যুবককে ধাওয়া পাল্টা ধাওয়া করতে দেখেছেন। পরে কী হয়েছে তা তিনি জানেন না।
অভিযুক্ত ইকবাল হোসেন জানান, এমপির সাথে ছবি তোলার সময় শরিফুল সিনিয়রদের আগে দাঁড়িয়েছিল। তাকে সরে যেতে বললে সে ক্ষুব্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে মারধর করেছে। তিনি তাকে মারেননি। আগামীতে তিনি ছাত্রলীগের সভাপতি প্রার্থী একারণে তার উপর দোষারোপ করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে দ্ব›েদ্বর জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তিনি জেনেছেন। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।