কমিটি ঘোষণা ছাড়াই শেষ হলো রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
- প্রকাশের সময় : ০৭:০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১১৮০ জন সংবাদটি পড়েছেন
কমিটি ঘোষণা ছাড়াই শেষ হলো রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। জেলা নেতৃবৃন্দ বলছেন, সভাপতি সম্পাদক বেশি প্রার্থী হওয়ায় যাচাই বাছাইয়ের জন্য আরও একটু সময় প্রয়োজন। একারণে সম্মেলনে কারও নাম ঘোষণা করা হয়নি। দীর্ঘ ১১ বছর পর শুক্রবার বিকেলে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বিকেল সাড়ে চারটায় সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম এমপি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী কেরামত আলী এমপি, সালমা চৌধুরী এমপি, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এমপি, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু প্রমুখ বক্তৃতা করেন। প্রথম পর্ব শেষ হয় রাত আটটার কিছু পরে।
রাত সাড়ে আটটার দিকে শুরু হয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন। এ পর্বে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল আলিম ব্যাপারী। পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক খায়রুল হাসান জুয়েল।
তিনি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণার আহŸান জানান। সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কার্যনির্বাহী সদস্য নিমাই কর্মকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান শামীম, সাবেক যুগ্ম সম্পাদক শামীম রেজা লিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সাত্তার।
সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজজ্জামান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইফতি হক, নজরুল ইসলাম রুবেল, মিলন মিয়া, শেখ রুহুল আমিন ও মানিক সরদার।
এরপর প্রার্থীদের নিজেদের আলোচনা করে সিদ্ধান্ত জানানোর জন্য বলা হলে কেউ মতৈক্যে পৌছাতে না পারায় কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয় সম্মেলন।
এব্যাপারে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক হাফিজুর রহমান বলেন, সভাপতি সাধারণ সম্পাদক পদের নাম, প্রস্তাব, সমর্থন নিয়ে গেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যাচাই বাছাই করে কমিটি দেওয়া হবে। সংক্ষিপ্ত সময়ে সম্মেলন করা হয়েছে। একারণে প্রার্থীদের জীবন বৃত্তান্ত সম্পর্কে যাচাই বাছাই সম্ভব হয়নি। একটু দেখে শুনে কমিটি দেওয়া হবে। একারণে কয়েকদিন সময় লাগবে।