Dhaka ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিষ্পাপ শিশুটিকে মারল কারা?

রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৯:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ১১১১ জন সংবাদটি পড়েছেন

বালিয়াকান্দি উপজেলায় পাটক্ষেতের মধ্য থেকে পাঁচ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শিশুর নাম ইয়ামিন শেখ (৫)। সে উপজেলার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রিক্সাচালক মো. নাসির শেখের ছেলে।

জানা যায়, সোমবার (১৭ জুলাই) রাতে খাওয়া-দাওয়া শেষ করে দাদা মোহিত শেখ ও দাদীর সাথে খোলা বারান্দায় ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক পৌনে তিনটার দিকে হঠাৎ দাদীর ঘুম ভেঙে ইয়ামিনকে দেখতে না পেয়ে তার মাকে ডাকে। ইয়ামিনের কথা জিজ্ঞাসা করলে তার মা জানায়, ইয়ামিন তো ঘরে আসে নাই। তারা ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় মসজিদের মাইক দিয়ে ইয়ামিনের হারানো কথা প্রচার করাসহ অনেক খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাট কাটতে গিয়ে একই গ্রামের আব্দুর রব শেখ সালাম খা এর পাট ক্ষেতের মধ্যে ইয়ামিনের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার করতে থাকে। তার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে এবং ইয়ামিনের পরিবারের লোকজন তার মরদেহ সনাক্ত করে। পরে থানা পুলিশকে ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকার অনেক সুধীজন বলেন, রিক্সা চালাক নাসিরের একটি ছেলে দুইটি মেয়ের সংসার নিয়ে আনন্দের মধ্যেই দিন কাটাচ্ছিল। কারা কোন শত্রুতার কারণে একটি ঘটনা ঘটিয়েছে আমাদের বোধগম্য নয়। আমরা প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বালিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, সকালে খবর পেয়ে শিশু ইয়ামিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিষ্পাপ শিশুটিকে মারল কারা?

প্রকাশের সময় : ০৯:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

বালিয়াকান্দি উপজেলায় পাটক্ষেতের মধ্য থেকে পাঁচ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শিশুর নাম ইয়ামিন শেখ (৫)। সে উপজেলার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রিক্সাচালক মো. নাসির শেখের ছেলে।

জানা যায়, সোমবার (১৭ জুলাই) রাতে খাওয়া-দাওয়া শেষ করে দাদা মোহিত শেখ ও দাদীর সাথে খোলা বারান্দায় ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক পৌনে তিনটার দিকে হঠাৎ দাদীর ঘুম ভেঙে ইয়ামিনকে দেখতে না পেয়ে তার মাকে ডাকে। ইয়ামিনের কথা জিজ্ঞাসা করলে তার মা জানায়, ইয়ামিন তো ঘরে আসে নাই। তারা ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় মসজিদের মাইক দিয়ে ইয়ামিনের হারানো কথা প্রচার করাসহ অনেক খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাট কাটতে গিয়ে একই গ্রামের আব্দুর রব শেখ সালাম খা এর পাট ক্ষেতের মধ্যে ইয়ামিনের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার করতে থাকে। তার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে এবং ইয়ামিনের পরিবারের লোকজন তার মরদেহ সনাক্ত করে। পরে থানা পুলিশকে ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকার অনেক সুধীজন বলেন, রিক্সা চালাক নাসিরের একটি ছেলে দুইটি মেয়ের সংসার নিয়ে আনন্দের মধ্যেই দিন কাটাচ্ছিল। কারা কোন শত্রুতার কারণে একটি ঘটনা ঘটিয়েছে আমাদের বোধগম্য নয়। আমরা প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বালিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, সকালে খবর পেয়ে শিশু ইয়ামিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।