রাজবাড়ীর মানবিক চিকিৎসক সুনীল কুমার বিশ্বাসের সংবর্ধনা ও বইয়ের মোড়ক উন্মোচন
- প্রকাশের সময় : ০৬:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ১১২৪ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী জেলা উদীচীর সাবেক সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবিক চিকিৎসক ডা. সুনীল কুমার বিশ্বাসের সংবর্ধনা ও তার লেখা কাব্যগ্রন্থ ‘বেদনার বালুচরে’র মোড়ক উন্মোচন শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সুনীল সন্ধ্যা শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে সুনীল সন্ধ্যা উদযাপন কমিটি।
আয়োজক কমিটির আহŸায়ক সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী আবৃত্তি পরিষদের সভাপতি নুরুল হক আলম, রাজবাড়ী জেলা মহিলা পরিষদের সভাপতি ডা. পূর্ণিমা রানী দত্ত, রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, অরণী সাংস্কৃতিক সংসদের সভাপতি মুনীরুল হক মুনীর, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, উপদেষ্টা মুহাম্মদ সাইফুল্লাহ ও আহসান হাবীব, বিশ^ ভরা প্রাণ এর সভাপতি আতাউর রহমান,আরডিএর সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, আরএসসিএফ এর সাধারণ সম্পাদক নিলয় সাহা প্রমুখ।শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব কবি খোকন মাহমুদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন।
বক্তারা বলেন, ডা. সুনীল কুমার বিশ^াস একজন মানবিক চিকিৎসক। তিনি দীর্ঘ সময় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন। তিনি একজন সফল সাংস্কৃতিক সংগঠকও। জেলা উদীচীর জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। এছাড়া রাজবাড়ী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সফল সভাপতি ছিলেন তিনি।
এর আগে ডা. সুনীল কুমার বিশ^াসকে ফুল, ক্রেস্ট উপহার ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।