রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগ
রাজবাড়ীতে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা
- প্রকাশের সময় : ১১:৪৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ১১১২ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী রাবেয়া-কাদের ফাউন্ডেশন ও রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
‘তোমাতে বিশ^মায়ের আঁচল পাতা’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত শিল্পী শ্রীনন্দা মল্লিক, মধুমিতা ঘোষ ্এবং বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভুক্ত শিল্পী মীযানুর রহমান তাসলিম।
শিল্পীত্রয়ী বাদল দিনের প্রথম কদম ফুল, আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন, ওই মালতি লতা দোলে, আবার এসেছে আষাঢ়, আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, বুঝি এলো বুঝি এলো ওরে প্রাণ, বজ্রমানিক দিয়ে গাথাসহ মোট ১৯টি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। পিনপতন নীরবতায় শ্রোতারা মুগ্ধ হয়ে শোনেন তাদের গান।
এর আগে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বলেন, রবীন্দ্রনাথ চিরঞ্জীব। রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম তারা ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। কিন্তু আমরা তাদেরকে আলাদা করে ফেলি। যে কখনও কাম্য নয়।