Dhaka ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী সদর হাসপাতালে কিশোরী ধর্ষণে অভিযুক্তের শাস্তি দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / ১০৯৬ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ী সদর হাসপাতালে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত রাজু শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

সংগঠনের সভাপতি ডা. পূর্ণিমা রানী দত্ত, সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা দাস ও লিগ্যাল এইড সম্পাদক রেহেনাজ পারভীন সালমা স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ি থেকে বের হয়ে রাজবাড়ী সদর হাসপাতাল এলাকায় বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছিলো। গত ৯ জুন তারিখে একজন নারী জনপ্রতিনিধি হাসপাতালে তার স্বজনকে চিকিৎসার জন্য নিয়ে এসে মেয়েটিকে দেখতে পায়। তার এলাকার হওয়ায় তিনি মেয়েটিকে তার কাছে রাখেন। ওই দিন রাতে হাসপাতালের সামনে চা দোকানী রাজু শেখ মেয়েটিকে ঘুম থেকে তুলে ফুসলিয়ে হাসপাতালের ছাদে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি অত্যন্ত পীড়াদায়ক উল্লেখ করে রাজু শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সদর হাসপাতালে কিশোরী ধর্ষণে অভিযুক্তের শাস্তি দাবিতে স্মারকলিপি

প্রকাশের সময় : ০৭:১৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

রাজবাড়ী সদর হাসপাতালে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত রাজু শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

সংগঠনের সভাপতি ডা. পূর্ণিমা রানী দত্ত, সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা দাস ও লিগ্যাল এইড সম্পাদক রেহেনাজ পারভীন সালমা স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ি থেকে বের হয়ে রাজবাড়ী সদর হাসপাতাল এলাকায় বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছিলো। গত ৯ জুন তারিখে একজন নারী জনপ্রতিনিধি হাসপাতালে তার স্বজনকে চিকিৎসার জন্য নিয়ে এসে মেয়েটিকে দেখতে পায়। তার এলাকার হওয়ায় তিনি মেয়েটিকে তার কাছে রাখেন। ওই দিন রাতে হাসপাতালের সামনে চা দোকানী রাজু শেখ মেয়েটিকে ঘুম থেকে তুলে ফুসলিয়ে হাসপাতালের ছাদে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি অত্যন্ত পীড়াদায়ক উল্লেখ করে রাজু শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।