Dhaka ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
পৃথক দুর্ঘটনায় নারীর মৃত্যু

রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / ১১০৫ জন সংবাদটি পড়েছেন

 

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বড় ব্রীজের কাছে বাস ট্রাক-মুখোমুখি সংঘর্ষ হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। নিহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস খানখানাপুর বড় ব্রীজ অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে আহ্লাদিপুর হাইওয়ে থানার পুলিশ এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

অপরদিকে পৃথক একটি দুর্ঘটনায় লুৎফুননাহার নামে এক নারী নিহত হয়েছে। সকালে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলাদিপুর জুট মিলের কাছে অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তিনি নিহত হয়েছেন।

আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। দুর্ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পেয়েছেন। তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক ও বাসের চালক পলাতক রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পৃথক দুর্ঘটনায় নারীর মৃত্যু

রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

প্রকাশের সময় : ০৬:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

 

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বড় ব্রীজের কাছে বাস ট্রাক-মুখোমুখি সংঘর্ষ হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। নিহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস খানখানাপুর বড় ব্রীজ অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে আহ্লাদিপুর হাইওয়ে থানার পুলিশ এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

অপরদিকে পৃথক একটি দুর্ঘটনায় লুৎফুননাহার নামে এক নারী নিহত হয়েছে। সকালে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলাদিপুর জুট মিলের কাছে অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তিনি নিহত হয়েছেন।

আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। দুর্ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পেয়েছেন। তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক ও বাসের চালক পলাতক রয়েছে।