রাজবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধ ও সন্ত্রাস নাশকতা বিরোধী মতবিনিময় সভা
- প্রকাশের সময় : ০৭:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১১২০ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে শনিবার বিকেল সন্ত্রাস, ইভটিজিং, মাদক, নাশকতা, অরাজকতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদ এবং সদর থানা কমিউনিটি পুলিশ যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান। শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর মোহাম্মদ ভুইয়ার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন সদর থানার ওসি শাহাদত হোসেন, সদর থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ডা. আব্দুর রহিম মোল্লা, ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহীম মল্লিক, শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফরিদ আহমেদ, ইউপি সদস্য হাবিবুর রহমান, ইউসুফ আলী বিশ^াস, আব্দুল গফুর মোল্লা, স্থানীয় আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ বিশ^াস, মোস্তাফিজুর রহমান প্রমুখ।