Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এক ব্যক্তির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / ১১০৭ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারী আঞ্জু বেগম (৪৫) কে ধর্ষণের পর হত্যার অভিযোগে নুর আলম শেখ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। দন্ডপ্রাপ্ত নুর আলম রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মাজারপাড়া এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে। মৃত আঞ্জু বেগম একই ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১২ মার্চ তারিখে আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে আঞ্জু বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে আঞ্জু বেগমকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার সাতদিন পর নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার সাথে জড়িত অভিযোগে পুলিশ নুর আলম শেখকে গ্রেপ্তার করে।

বাদীপক্ষের আইনজীবী সাইফুল হক বলেন, আসামি নুর আলম শেখ তার দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। রায়ে আদালত নুর আলম শেখকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। এ রায়ে তারা সন্তুষ্ট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এক ব্যক্তির যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৯:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

রাজবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারী আঞ্জু বেগম (৪৫) কে ধর্ষণের পর হত্যার অভিযোগে নুর আলম শেখ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। দন্ডপ্রাপ্ত নুর আলম রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মাজারপাড়া এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে। মৃত আঞ্জু বেগম একই ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১২ মার্চ তারিখে আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে আঞ্জু বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে আঞ্জু বেগমকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার সাতদিন পর নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার সাথে জড়িত অভিযোগে পুলিশ নুর আলম শেখকে গ্রেপ্তার করে।

বাদীপক্ষের আইনজীবী সাইফুল হক বলেন, আসামি নুর আলম শেখ তার দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। রায়ে আদালত নুর আলম শেখকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। এ রায়ে তারা সন্তুষ্ট।