Dhaka ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর

রাজবাড়ীতে বিএনপির ১৬১ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • / ১০৯৭ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীতে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১৬১ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। রাজবাড়ী সদর থানার এসআই মাহাবুব আলম বাদী হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় জেলা যুবদলের যুগ্ম আহŸায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ম আহŸায়ক কাওসার আহমেদসহ ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী জেলা মহিলা দলের যুগ্ম আহŸায়ক ও রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ফারজানা আলম ডেইজিসহ ১৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তারা হলো ফারজানা ইয়াসমিন ডেইজি (৪০), মোঃ নুরুল ইসলাম, মোঃ মনিরুল শেখ (২২),  আলামিন হোসাইন (২০), মোঃ মারুফ হোসাইন (১৯), মোঃ জাকির হোসেন(২২), মোঃ রাসেল শেখ (৩৪), শহিদ বিশ্বাস (৩২), মোঃ রবিউল শেখ (২৯),  মোঃ ফরহাদ সরদার (৪৮),  মোঃ মান্নান মোল্লা (৩৯),  মোঃ আনিস মন্ডল (৩০),  মোঃ জিয়া সরদার (৩০), মোঃ মজিদ মোল্লা (৭০),  মোঃ আমিনুল ইসলাম (জামিনুল) (২৮),  মোঃ মোতাহার মোল্লা (৪০) ও মোঃ ইদ্রিস শেখ (৪৬)।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, পুলিশের উপর হামলা ও নাশকতার অভিযোগে ৪১ জনের নাম উল্লেখসহ ১৬১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার আসামিদের আদালতে চালান করা হয়েছে।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে এ মামলা দায়ের ও নিরীহ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। হয়রানীমূলক মামলার  তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি মামলা প্রত্যাহার ও বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।

প্রসঙ্গত, শনিবার আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে যাওয়ার সময় প্রথমে ছাত্রলীগ-যুবলীগের সাথে এবং পরে পুলিশের সাথে সংঘর্ষ হয়।

রাজবাড়ীতে গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর

রাজবাড়ীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে গ্রেপ্তার নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুর ৩টার দিকে গ্রেপ্তার ১৭ জন বিএনপির নেতাকর্মীকে রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে আদালতের বিচারক সুমন হোসেন তা নামঞ্জুর করেন।

এদিকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতের হাজতে নেওয়ার সময় যেতে যেতে বিএনপি নেত্রী রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর ফারজানা আক্তার ডেইজি চিৎকার করে বলেন, বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছিলাম। আমাকে নির্যাতন করা হয়েছে। আমার শরীরে রক্ত জমাট বেঁধে গেছে। আমি আপনাদের বোন আপনাদের সন্তান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর

রাজবাড়ীতে বিএনপির ১৬১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৭:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

রাজবাড়ীতে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১৬১ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। রাজবাড়ী সদর থানার এসআই মাহাবুব আলম বাদী হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় জেলা যুবদলের যুগ্ম আহŸায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ম আহŸায়ক কাওসার আহমেদসহ ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী জেলা মহিলা দলের যুগ্ম আহŸায়ক ও রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ফারজানা আলম ডেইজিসহ ১৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তারা হলো ফারজানা ইয়াসমিন ডেইজি (৪০), মোঃ নুরুল ইসলাম, মোঃ মনিরুল শেখ (২২),  আলামিন হোসাইন (২০), মোঃ মারুফ হোসাইন (১৯), মোঃ জাকির হোসেন(২২), মোঃ রাসেল শেখ (৩৪), শহিদ বিশ্বাস (৩২), মোঃ রবিউল শেখ (২৯),  মোঃ ফরহাদ সরদার (৪৮),  মোঃ মান্নান মোল্লা (৩৯),  মোঃ আনিস মন্ডল (৩০),  মোঃ জিয়া সরদার (৩০), মোঃ মজিদ মোল্লা (৭০),  মোঃ আমিনুল ইসলাম (জামিনুল) (২৮),  মোঃ মোতাহার মোল্লা (৪০) ও মোঃ ইদ্রিস শেখ (৪৬)।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, পুলিশের উপর হামলা ও নাশকতার অভিযোগে ৪১ জনের নাম উল্লেখসহ ১৬১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার আসামিদের আদালতে চালান করা হয়েছে।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে এ মামলা দায়ের ও নিরীহ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। হয়রানীমূলক মামলার  তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি মামলা প্রত্যাহার ও বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।

প্রসঙ্গত, শনিবার আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে যাওয়ার সময় প্রথমে ছাত্রলীগ-যুবলীগের সাথে এবং পরে পুলিশের সাথে সংঘর্ষ হয়।

রাজবাড়ীতে গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর

রাজবাড়ীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে গ্রেপ্তার নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুর ৩টার দিকে গ্রেপ্তার ১৭ জন বিএনপির নেতাকর্মীকে রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে আদালতের বিচারক সুমন হোসেন তা নামঞ্জুর করেন।

এদিকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতের হাজতে নেওয়ার সময় যেতে যেতে বিএনপি নেত্রী রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর ফারজানা আক্তার ডেইজি চিৎকার করে বলেন, বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছিলাম। আমাকে নির্যাতন করা হয়েছে। আমার শরীরে রক্ত জমাট বেঁধে গেছে। আমি আপনাদের বোন আপনাদের সন্তান।