কালুখালীতে বেকারী ও কসমেটিক ব্যবসায়ীর জরিমানা
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- / ১১৬৫ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর কালুখালী উপজেলা এলাকার এক বেকারী ও এক কসমেটিক ব্যবসায়ীকে রোববার মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়।
জানা গেছে, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের সংমিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় কালুখালী উপজেলার চরনারায়ণপুর বাজারের মেসার্স হুমায়ুন বেকারীকে চার হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং প্রতিশ্রæত পণ্য যথাযথভাবে বিক্রয় সরবরাহ না করায় বাংলাদেশ হাটের মনির কসমেটিক্স এন্ড ভ্যারাইটিজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৮ এর ৪২, ৪৩, ৪৫ ও ৫১ ধারায় এসব জরিমানা করা হয়েছে। একই সাথে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
Tag :