Dhaka ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় ক্ষুব্ধ হয়ে অগ্নিসংযোগের অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৪০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • / ১০৪৩ জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টার
হত্যাচেষ্টা মামলা দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইকরজানা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ইদ্রিস প্রামানিক প্রতিবেশি কাদের মন্ডলসহ ৫ জনের নাম উল্লেখ করে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৯ মার্চ তারিখে তার বাবা, মা, চাচা ও ভাইকে প্রাণনাশের চেষ্টা করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়। এরপর থেকেই বিবাদী পক্ষ তাদের উপর ক্ষিপ্ত হয়। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে তার স্ত্রী ঘরে বাইরে হতে গিয়ে দেখে বাইরে থেকে ঘরের সিটকানি দেওয়া। তখন ঘরের দরজা ভেঙে বাইরে বের হয়ে দেখে রান্না ঘরে আগুন জ¦লছে। পরিবারের লোকদের আর্তচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভায়।
অভিযুক্ত কাদের মন্ডলের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি আলমগীর হোসেন জানান, অগ্নিসংযোগের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এর আগে সংঘর্র্ষের ঘটনায় উভয়পক্ষ মামলা করেছে। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা না গেলে পুলিশ আইনগতভাবে যেটা করার সেটাই করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হত্যাচেষ্টা মামলায় ক্ষুব্ধ হয়ে অগ্নিসংযোগের অভিযোগ

প্রকাশের সময় : ০৯:৪০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

স্টাফ রিপোর্টার
হত্যাচেষ্টা মামলা দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইকরজানা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ইদ্রিস প্রামানিক প্রতিবেশি কাদের মন্ডলসহ ৫ জনের নাম উল্লেখ করে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৯ মার্চ তারিখে তার বাবা, মা, চাচা ও ভাইকে প্রাণনাশের চেষ্টা করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়। এরপর থেকেই বিবাদী পক্ষ তাদের উপর ক্ষিপ্ত হয়। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে তার স্ত্রী ঘরে বাইরে হতে গিয়ে দেখে বাইরে থেকে ঘরের সিটকানি দেওয়া। তখন ঘরের দরজা ভেঙে বাইরে বের হয়ে দেখে রান্না ঘরে আগুন জ¦লছে। পরিবারের লোকদের আর্তচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভায়।
অভিযুক্ত কাদের মন্ডলের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি আলমগীর হোসেন জানান, অগ্নিসংযোগের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এর আগে সংঘর্র্ষের ঘটনায় উভয়পক্ষ মামলা করেছে। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা না গেলে পুলিশ আইনগতভাবে যেটা করার সেটাই করবে।