রাজবাড়ী জেলা পুলিশের মাসিক পর্যালোচনা সভা
- প্রকাশের সময় : ১০:৫৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ১১৪০ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার \ রাজবাড়ী জেলা পুলিশের মাসিক পর্যালোচনা সভা সোমবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, পিপিএম। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ বিপ্লব রায় চৌধুরী, ডিএসবি, রাজবাড়ী, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
সভায় জানুয়ারী-ফেব্রæয়ারী মাসের রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার নির্বাচিত হওয়ায় তাকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া পাংশা মডেল থানার তারিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার, পাংশা থানার ২ টি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করায় পাংশা মডেল থানার এসআই দিপঙ্কর কুন্ডু এবং শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার হিসেবে এসআই মোজাম্মেল হক-২ কে পুরস্কৃত করা হয়।