Dhaka ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সোনার বার ছিনতাই

বালিয়াকান্দি ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১১২১ জন সংবাদটি পড়েছেন

কোটি টাকা মূল্যের সোনার বার ছিনতাইয়ের ঘটনায় বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদকে গ্রেপ্তার করেছে মধুখালী থানার পুলিশ। রোববার রাতে বালিয়াকান্দি শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদিদ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে। তিনি ঢাকার তিতুমীর কলেজের ছাত্র বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক।

মধুখালী থানা সূত্র জানায়, গত ১৭ ফেব্রæয়ারি তারিখে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী টোল প্লাজা এলাকায় দিনের বেলায় স্বর্ণ ব্যবসায়ী রাসেল মিয়ার কাছ থেকে দেড় কোটি টাকা মূল্যের ২০টি সোনার বার ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাসেল মিয়া বাদী হয়ে মধুখালী থানায় মামলা করেন। কুমিল্লা জেলার বাসিন্দা রাসেল মিয়া ঢাকার তাঁতীবাজারে ব্যবসা করেন। মামলার সূত্র ধরে পুলিশ ওইদিনই মধুখালীর আড়পাড়া গ্রামের বাসিন্দা রইচ মোল্লাকে আটক করে।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর জানান, গত ১৭ ফেব্রæয়ারি সকাল ১০টার দিকে কামারখালী টোলপ্লাজা এলাকায় বাস থেকে একজন লোককে জোর করে নামিয়ে তাকে মারপিট করে তার কাছ থেকে ২০টি সোনার বার ছিনতাই করে। এ ঘটনায় ওইদিনই মামলা হয়েছে। মামলার তদন্তে তৌফিক খান সাদিদের সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে ফরিদপুর আদালতে চালান করা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ব্যবহার করা হয়েছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর বাড়ি কুমিল্লা, ব্যবসা করেন ঢাকায়। তার সাথে কীসের শত্রæতা আর ষড়যন্ত্র কীভাবে- এমন প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম বলেন, এ বিষয়টা আসলে আমি কিছু জানিনা। বলতে পারলাম না। তৌফিক খান সাদিদ ঢাকার তিতুমীর কলেজের ছাত্র বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সোনার বার ছিনতাই

বালিয়াকান্দি ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩

কোটি টাকা মূল্যের সোনার বার ছিনতাইয়ের ঘটনায় বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদকে গ্রেপ্তার করেছে মধুখালী থানার পুলিশ। রোববার রাতে বালিয়াকান্দি শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদিদ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে। তিনি ঢাকার তিতুমীর কলেজের ছাত্র বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক।

মধুখালী থানা সূত্র জানায়, গত ১৭ ফেব্রæয়ারি তারিখে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী টোল প্লাজা এলাকায় দিনের বেলায় স্বর্ণ ব্যবসায়ী রাসেল মিয়ার কাছ থেকে দেড় কোটি টাকা মূল্যের ২০টি সোনার বার ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাসেল মিয়া বাদী হয়ে মধুখালী থানায় মামলা করেন। কুমিল্লা জেলার বাসিন্দা রাসেল মিয়া ঢাকার তাঁতীবাজারে ব্যবসা করেন। মামলার সূত্র ধরে পুলিশ ওইদিনই মধুখালীর আড়পাড়া গ্রামের বাসিন্দা রইচ মোল্লাকে আটক করে।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর জানান, গত ১৭ ফেব্রæয়ারি সকাল ১০টার দিকে কামারখালী টোলপ্লাজা এলাকায় বাস থেকে একজন লোককে জোর করে নামিয়ে তাকে মারপিট করে তার কাছ থেকে ২০টি সোনার বার ছিনতাই করে। এ ঘটনায় ওইদিনই মামলা হয়েছে। মামলার তদন্তে তৌফিক খান সাদিদের সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে ফরিদপুর আদালতে চালান করা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ব্যবহার করা হয়েছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর বাড়ি কুমিল্লা, ব্যবসা করেন ঢাকায়। তার সাথে কীসের শত্রæতা আর ষড়যন্ত্র কীভাবে- এমন প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম বলেন, এ বিষয়টা আসলে আমি কিছু জানিনা। বলতে পারলাম না। তৌফিক খান সাদিদ ঢাকার তিতুমীর কলেজের ছাত্র বলে জানান তিনি।