Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

যশোরে জনসভা থেকে মোবাইল ফোন চুরি করে ধরা পড়লো গোয়ালন্দে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / ১১৩৬ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১২ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার ও দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে যশোরে গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা হতে এসব মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। শনিবার বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।
গ্রেপ্তারকৃতরা হলো পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার আব্দুল লতিফুর রহমানের ছেলে ইমরান (৩৭) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাঠের পুল গ্রামের হারুন ভূইয়ার ছেলে মো. সোহাগ ভূইয়া (২৬)।
থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো হলো iphone ০১ টি, Oppo A53, যার IMEI-865026050280159, 865026050280142  (ii) ০১ টি Samsung J-210F, যার IMEI-352801086459778  (iii) ০১ টি Techno SPARK (iv) ০১ টি HUAWEI HONOR (v) ০১ টি LAVA E10 (বাটন) (vi) ০১ টি Redmi MIUI, (vii) ০১ টি honor A1 Camera, (viii) ০১ টি VIVO A1 DUAL Camera, (ix) ০১ টি Samsung J7 Prime, (x) ০১ টি itel SUPER Camera, (xi) 01 টি Nokia (বাটন),যার IMEI-357723107456705, (xii) ০১ টি Winster WS104 (বাটন),যার IMEI-35714057003896।
গ্রেপ্তারকৃতরা জানায়, মোবাইল ফোনগুলো তারা যশোরে অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেয়া বিভিন্ন ব্যাক্তির থেকে চুরি করেন। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বড় বড় জনসভাকে টার্গেট করে তারা এভাবে নিয়মিত মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে থাকে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মহাসড়কে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে পুলিশ শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সারে ৭ টার দিকে তল্লাশি চালিয়ে দিগন্ত পরিবহন হতে ওই ১২ টি মোবাইল ফোন উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার কার হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাকৃতরা স্বীকার করেছে যে, তারা মাননীয় প্রধান মন্ত্রীর জনসভায় আগতদের কাছ থেকে চুরি করেছে। তিনি আরো জানান, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট  থানায় শুক্রবার (২৫ নভেম্বর) রাতে মামলা নং-২৯, ধারা- ৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেপ্তাককৃতদের শনিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

যশোরে জনসভা থেকে মোবাইল ফোন চুরি করে ধরা পড়লো গোয়ালন্দে

প্রকাশের সময় : ০৯:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১২ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার ও দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে যশোরে গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা হতে এসব মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। শনিবার বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।
গ্রেপ্তারকৃতরা হলো পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার আব্দুল লতিফুর রহমানের ছেলে ইমরান (৩৭) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাঠের পুল গ্রামের হারুন ভূইয়ার ছেলে মো. সোহাগ ভূইয়া (২৬)।
থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো হলো iphone ০১ টি, Oppo A53, যার IMEI-865026050280159, 865026050280142  (ii) ০১ টি Samsung J-210F, যার IMEI-352801086459778  (iii) ০১ টি Techno SPARK (iv) ০১ টি HUAWEI HONOR (v) ০১ টি LAVA E10 (বাটন) (vi) ০১ টি Redmi MIUI, (vii) ০১ টি honor A1 Camera, (viii) ০১ টি VIVO A1 DUAL Camera, (ix) ০১ টি Samsung J7 Prime, (x) ০১ টি itel SUPER Camera, (xi) 01 টি Nokia (বাটন),যার IMEI-357723107456705, (xii) ০১ টি Winster WS104 (বাটন),যার IMEI-35714057003896।
গ্রেপ্তারকৃতরা জানায়, মোবাইল ফোনগুলো তারা যশোরে অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেয়া বিভিন্ন ব্যাক্তির থেকে চুরি করেন। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বড় বড় জনসভাকে টার্গেট করে তারা এভাবে নিয়মিত মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে থাকে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মহাসড়কে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে পুলিশ শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সারে ৭ টার দিকে তল্লাশি চালিয়ে দিগন্ত পরিবহন হতে ওই ১২ টি মোবাইল ফোন উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার কার হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাকৃতরা স্বীকার করেছে যে, তারা মাননীয় প্রধান মন্ত্রীর জনসভায় আগতদের কাছ থেকে চুরি করেছে। তিনি আরো জানান, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট  থানায় শুক্রবার (২৫ নভেম্বর) রাতে মামলা নং-২৯, ধারা- ৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেপ্তাককৃতদের শনিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।